Priyanka-Gourav: কোর্টরুম ড্রামায় নতুন জুটি প্রিয়াঙ্কা-গৌরব, ছবির নাম ‘নির্ভয়া’
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনার সমস্ত বিধি নিষেধ মেনে করা হচ্ছে এই ছবির শ্যুটিং। প্রিয়াঙ্কা (Priyanka Sarkar) -গৌরব (Gourav Chakrabarty)-এর নতুন এই জুটি দর্শকদের ভাল লাগবে বলে আশাবাদী পরিচালক ।
• অতিমারী কাটিয়ে, ধীরে ধীরে ছন্দে ফিরছি আমরা সকলে। শুরু হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। ধারাবাহিকের শ্যুটিং চলছে বেশ কিছুদিন। শুরু হচ্ছে ছবির শ্যুটিংও। পরিচালক অংশুমান প্রত্যুষ তাঁর নতুন ছবি ‘নির্ভয়া'-র শ্যুট আরম্ভ করলেন সম্প্রতি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। এই নতুন জুটি বেশ দর্শকের বেশ ভাল লাগবে বলেই পরিচালকের বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
advertisement