

• শুভ বিবাহ সুসম্পন্ন হইল । তবে এ বিয়ের রীতি, আচার, অনুষ্ঠান সবটাই ছিল একটু অন্য স্বাদের । একটু ছকভাঙা । এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর । আসলে ওম-মিমি’র বিয়ে সম্পন্ন হল বৈদিক মতে ।


• ঠিক যেন সিনেমার মতো । ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটা তো অনেকেই দেখেছিলেন । রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবনের উপর আধারিত ছিল ছবিটি । মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী । সেই নন্দিনী ভৌমিকই বিয়ে দিলেন ওম-মিমি’র ।


• বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সাজলেন মিমি। গা ভর্তি সোনার গহনা। টোপর মাথায় দিয়ে ছাতনা তলায় হাজির ওম । গানের তালে, সুরের ছন্দে, বিশুদ্ধ মন্ত্রচ্চারণের আবেশে একসঙ্গে পথচলার শপথ নিলেন ওম মিমি।


• দিন কয়েক আগেই টলিউডের আরও এক তারকা জুটি সাতপাকে বাঁধা পরেছিলেন । দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । সেই বিয়েতেও হয়নি কন্যাদান।


• ২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। রূপসী বাংলার ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। ২০১৭ সালে ফের দেখা হয় দু'জনের। সময়ের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম।