Madhumita Sarcar|| 'এত তাড়াতাড়ি বিয়ে করে ঠিক করিনি', সৌরভের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জনের মধ্যেই বিস্ফোরক মধুমিতা
- Published by:Shubhagata Dey
Last Updated:
নিন্দুকেরা বলছে, অনিন্দিতা বসু (Anindita Basu) ও সৌরভ দাসের (Sourav Das); সম্পর্কের ভাঙনের নেপথ্যে আছেন মধুমিতা (Madhumita Sarcar)। অবশ্য তিনজনেই একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
advertisement
*এখন টলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন মধুমিতা। কলকাতার অন্যতম সফল প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর ‘সুসম্পর্কের’ কথা এখন টালিগঞ্জে অন্যতম চর্চার বিষয়। মধুমিতা অবশ্য বহু দিন ধরেই চর্চায় আছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রথমে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বেশ কিছু দিন আলোচনা হয়েছিল। তাঁদের পিডিএ ছিল দেখার মতো। ছবিঃ সংগৃহীত ছবি।
advertisement
*আচমকা শোনা গেল যে তাঁরা আর একসঙ্গে থাকছেন না। আইনি বিচ্ছেদ তাঁদের এখনও হয়নি। মধুমিতা অভিযোগ করেছিলেন বহু মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সৌরভের। সেই একই দ্বিচারিতার অভিযোগ তোলেন সৌরভও। বলতে বাধা নেই যে মধুমিতার জীবন থেকে গসিপের ‘সৌরভ’ সহজে যায় না। সূত্রের খবর সম্পর্ক ভাঙছে অনিন্দিতা বসু (Anindita Basu) ও সৌরভ দাসের (Sourav Das); সম্পর্কের ভাঙনের নেপথ্যে আছেন মধুমিতা। অবশ্য তিনজনেই একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ছবিঃ সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*সৌরভ দাসের সঙ্গে সম্পর্কের গুজব ফুৎকারে উড়িয়ে দিলেন তিনি। বললেন, "যেটা মিথ্যে সেটা নিয়ে কেন ভাবব?" তবে সত্যিকারের ভালোবাসার খোঁজে আছেন মধুমিতা।তার সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন অতিমারীর জন্য আটকে আছে তাঁদের আইনি বিচ্ছেদ। দুই বছর ধরে সেপারেশনে আছেন সৌরভ (চক্রবর্তী) ও মধুমিতা। এর মধ্যে একবারও কথা হয়নি দু'জনের। ছবিঃ সংগৃহীত ছবি।
advertisement