*দীর্ঘ অপেক্ষা শেষে জীবনের অন্যতম দারুণ খবর দিলেন টলি অভিনেত্রী (Tollywood Actress) সন্দীপ্তা সেন (SandiptaSen)। টেলিভিশনে বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) দেখা নেই। ফলে তাঁর আপকামিং প্রজেক্ট নিয়ে বেশ কৌতুহলী সবাই। জানা গিয়েছে, আপাতত ছোটপর্দা থেকে বিরতি নিয়ে বড়পর্দায় এন্ট্রি নিতে চলেছেন এই টলি সুন্দরী। সংগৃহীত ছবি।
*আজ্ঞে হ্যাঁ, অভিনেত্রীর আসন্ন ছবি পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) একান্নবর্তী (Ekannoborti)। বলা বাহুল্য, এটাই তাঁর ডেবিউ ফিল্ম হতে চলেছে। ফলে দর্শকদের পাশাপাশি সন্দীপ্তা নিজেও যথেষ্ট উচ্ছসিত। তবে আপনি কী জানেন, একান্নবর্তীর সঙ্গে তাঁর প্রথম সিরিয়াল দূর্গার (Durga) একটি যোগসূত্র রয়েছে। সংগৃহীত ছবি।
*মৈনাক ভৌমিকের একান্নাবর্তীতে সন্দীপ্তা ছাড়াও অভিনয় করছেন অপরাজিতা আঢ্য (Aparajita Addhya), অলোকানন্দা রায় (Aloknanda Roy), সৌরসেনী মিত্র (Saurasheni Maitra) এবং অনন্যা সেনের (Ananya Sen) মতো তারকারা। ফলে কাস্টিং দেখে একটা বিষয় আন্দাজ করার যাচ্ছে যে, এই ছবিটি নারীকেন্দ্রিক হতে চলেছে। সংগৃহীত ছবি।
*সন্দীপ্তা জানিয়েছেন, ‘জুলাই মাস আমার জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার অভিনয় জীবনে পা দেওয়া হয়েছিল এই মাসেই। মৈনাকের ছবিগুলি আমার ভীষণভাবে সমসাময়িক মনে হয়, তাই ওঁনার সঙ্গে কাজ করার সুপ্ত বাসনা ছিলই। এই সিনেমাতে আমি আমার নিজের চরিত্রেই অভিনয় করছি। অর্থাৎ চরিত্রটির নাম সন্দীপ্তা সেন, সেও টেলিভিশনের অভিনেত্রী ছিলেন এবং বর্তমানে একটি ওয়েব সিরিজে (Web Series) কাজ করছেন’। সংগৃহীত ছবি।
*প্রসঙ্গত, সন্দীপ্তা অভিনেত্রীর পাশাপাশি একজন সাইকোলজিস্টও (Clinical Psychologist) বটে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককেই বিনা পয়সায় দেখছেন। এই প্রসঙ্গে সন্দীপ্তা জানান, ‘এই কঠিন সময় মানুষের মানসিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন। আমি আলাপচারিতার মাধ্যমে তাঁদেরকে এই ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করছি’। সংগৃহীত ছবি।