Ishaa Saha : 'খুন করেছি না মদ খেয়ে গাড়ি চালিয়েছি?' কোভিড-বিধি ভাঙা নিয়ে পাল্টা প্রশ্ন ইশা সাহার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ishaa Saha : ঘটনাটি নিয়ে শোরগোল পরে যায় শনিবার সকালে। এরপরেই মুখ খোলেন ইশা। তাঁর প্রশ্ন, ‘আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি?’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইশার দাবি গোটা বিষয়টা ‘অতিরঞ্জিত’ করে দেখানো হচ্ছে। নাকা চেকিংয়ে গাড়ি আটকানোর পর পুলিশের গাড়িতে থানায় যান ইশা, সেখান থেকে চালান কেটে জরিমানা নেওয়া হয় অভিনেত্রীর থেকে। এক ডিজিটাল সংবাদমাধ্যমকে ইশা জানান, থানার বাইরে এক ব্যক্তি তাঁর গাড়ির চালককে বলপূর্বক গাড়ির ভিতর থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করেন। যা দেখে আতঙ্কিত অভিনেত্রী।