সৌন্দর্যে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াচ্ছেন তুহিনা! বাস্তবে কেমন টলিপাড়ার দীর্ঘাঙ্গী নায়িকা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
টলিপাড়ার অন্যতম অভিনেত্রী তুহিনা দাস। মেদিনীপুর থেকে কলকাতায় এসে কেরিয়ার গুছিয়ে নিয়েছেন তিনি। কিন্তু বাস্তবে কেমন অভিনেত্রী।
টলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম তুহিনা দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে অবলম্বনে অপর্ণা সেনের ছবি ঘরে বাইরে আজ ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন তিনি। তবে অভিনয় ছাড়াও মাঝেই মধ্যেই বেড়াতে বেরিয়ে যান। দেখে নেওয়া যাক বাস্তবে কেমন টলিপাড়ার এই দীর্ঘাঙ্গী অভিনেত্রী।
advertisement
মেদিনীপুরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তুহিনা। তবে কাজের সূত্রে এখন কলকাতাই তাঁর বাসস্থান। বাড়ি থেকে যখন কলকাতা এসেছিলেন চিনতেন না কাউকে।
advertisement
তবে অভিনয়ের কথা বলে বাড়ি থেকে কলকাতায় আসেননি তিনি। বলেছিলেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চান। অভিনয়ের কথা বললে বাড়ি থেকে অনুমতি পেতেন না। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
মেদিনীপুর থেকে কলকাতায় এসে নিজেকে গড় নিয়েছেন তিনি। টলিউডে তিনি ডাস্কি লম্বা অভিনেত্রী হিসেবেই পরিচিত। কিন্তু প্রথম দিকে লুকের জন্যই কাজ পেতে সমস্যা হয়েছিল।
advertisement
অরিন্দম শীলের ছবি আসছে আবার শবর থেকেই প্রথম নজরে আসেন তুহিনা। তার পরে ছোট পর্দায় বেশ কিছু কাজ করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দৃষ্টিকোণ এবং এক যে ছিল রাজা-তেও কাজ করেছেন।
advertisement
