পিতৃ দিবস ২০২১ উপলক্ষে নিজেদের মনের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নেটিজেন থেকে তারকারা। ছোট থেকে বড় হয়ে ওঠার স্মৃতি তাঁরাও ভাগ করে নিলেন নিজেদের অনুরাগীদের সঙ্গে। ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন বাবা-কে। এমনি ছবি ধরা পড়ল অভিনেতা প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
Photo : Collected
তারপরে আবার সেলুলয়েডে ফেরেন ১৯৮৩ তে। 'দুটি পাতা' ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৭ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি 'অমর সঙ্গী' তার সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম। আর তারপরেই একের পর এক মাইলস্টোন! ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
একইসঙ্গে করেছেন একের পর এক বক্স অফিস হিট বাণিজ্যিক ছবিও। হালের 'অটোগ্রাফ' 'প্ৰাক্তন', 'গুমনামী বাবা', 'জ্যেষ্ঠ্য পুত্র' এর মত অসাধারণ সব ছবির সাফল্যও আজ তাঁর আস্তিনে।
Photo : Collected
পিতৃ দিবসের সকালে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই জানালেন তাঁর সাফল্যের চাবিকাঠিটি কার হাতে ছিল বরাবর। সোশ্যাল মিডিয়াতে রবিবার ফাদার্স ডে উপলক্ষ্যে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ। লিখেছেন, ‘আমার প্রথম শ্যুটিংয়ের দিন থেকে আজ অবধি। তুমি আমাকে যা যা শিখিয়েছ, তার কোনও তুলনা হয় না। ভালো থেকো বাপি।’