দেশজুড়ে চলছে আলোর উৎসব। এমন উৎসবের মরশুমে ঝলমলে সাজে সেজে উঠেছেন টলিপাড়ার অভিনেত্রীরাও। কালীপুজো ও দীপাবলি দুইয়েরই শুভেচ্ছা জানালেন যে অভিনেত্রীরা, দেখে নেওয়া যাক এক ঝলকে।
অভিনেত্রী মিমি চক্রবর্তী ফুশিয়া পিঙ্ক স্কার্টের সঙ্গে সাদা ক্রপ টপ ও সঙ্গে কেপ পরেছেন। গলায় ও কানে ভারী গয়না। নজর কেড়েছে মাথায় টিকলি।
অভিনেত্রী শ্রাবন্তী দীপবলি উপলক্ষে বেছে নিয়েছেন গেরুয়া রঙের লেহেঙ্গা। সঙ্গে জমকালো গয়নায় উজ্জ্বল হয়ে উঠেছেন অভিনেত্রী।
লাল জমকালো শাড়ির সঙ্গে স্টেটমেন্ট নেকপিস। কোয়েলের বরবারের লাবণ্য এই ছবিতেও বর্তমান।
হলুদ রঙে ঋতাভরীর প্রিয়। দীপাবলিতেও হলুদ চুড়িদার স্যুট বেছে নিয়েছেন। কানে পরেছেন বড় ঝুমকা।
অভিনেত্রী পার্নো মিত্রও বেছে নিয়েছেন উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গা। সঙ্গে সাজ ও মেকআপ মানানসই।
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কমলা রঙের একটি লেহেঙ্গা পরেছেন। গলায় ভারী গয়না নজর কাড়া। মাথায় টিকলি সাজ সম্পূর্ণ করেছে।
ঈশার দীপাবলি সাজ বেশ ব্যতিক্রমী। সবুজ ও ফুশিয়ার মিশেলে শাড়ির সঙ্গে নাকে নথ ও মাথায় ফুল নাটকীয়তা এনেছে সাজে।
মধুমিতার এই সাজ ও ছবি দীপাবলির জন্য যথার্থ। ছবিতে আলোর মালায় বেষ্টিত হয়ে রয়েছেন অভিনেত্রী।
সোহিনী সরকার সাদা শাড়িরসঙ্গে লাল জমকালো ব্লাউজ পরেছেন। পুরো সাজ কালীপুজোর জন্য যথার্থ।
...