1/ 5


• শিশু মনস্তত্ত্বের নতুন ছবি কিশলয়।থ্রিলার ছবি পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা ছবি কিশলয়-এর গল্প।
2/ 5


• প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?
3/ 5


• এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ছবির মধ্যে দিয়ে। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখার্জী ও আরও অনেকে।