এ বার থ্রিলর ছবিতে একসঙ্গে দেখা যাবে দেবলীনা-সুদীপকে, ছবির নাম 'কিশলয়'

Last Updated:
ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী বন্দোপাধ্যায়।
1/5
• শিশু মনস্তত্ত্বের নতুন ছবি কিশলয়।থ্রিলার ছবি পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা ছবি 'কিশলয়'-এর গল্প।
• শিশু মনস্তত্ত্বের নতুন ছবি কিশলয়।থ্রিলার ছবি পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা ছবি 'কিশলয়'-এর গল্প।
advertisement
2/5
• প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?
• প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?
advertisement
3/5
• এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ছবির মধ্যে দিয়ে। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত,  সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখার্জী ও আরও অনেকে।
• এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ছবির মধ্যে দিয়ে। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত,  সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখার্জী ও আরও অনেকে।
advertisement
4/5
• ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী বন্দোপাধ্যায়।
• ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী বন্দোপাধ্যায়।
advertisement
5/5
• 'আরণ্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে এই ছবি। পরিচালক আতিউল ইসলাম জানান, '"কিশলয়" ছবিতে বাংলা দর্শক এক কঠিন বাস্তবের ছবি দেখতে পাবে। আশা করছি দর্শককে একটি ভাল ছবি উপহার দিতে পারবো এই ছবির দ্বারা।'
• 'আরণ্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে এই ছবি। পরিচালক আতিউল ইসলাম জানান, '"কিশলয়" ছবিতে বাংলা দর্শক এক কঠিন বাস্তবের ছবি দেখতে পাবে। আশা করছি দর্শককে একটি ভাল ছবি উপহার দিতে পারবো এই ছবির দ্বারা।'
advertisement
advertisement
advertisement