আবার পর্দায় দেব-রুক্মিণী ম্যাজিক

Last Updated:
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়।
1/5
advertisement
2/5
'কিশমিশ' ছবির ঘোষণা হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগে। কথা ছিল গত বছর পুজোতেই এই মুক্তি পাবে এই ছবি। তবে অতিমারির কারণে এখনও সম্পন্ন হয়নি ছবির শ্যুটিং। জনজীবন গতিতে ফেরায়, পরের মাস থেকেই ফ্লোরে যাবে এই ছবি।
'কিশমিশ' ছবির ঘোষণা হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগে। কথা ছিল গত বছর পুজোতেই এই মুক্তি পাবে এই ছবি। তবে অতিমারির কারণে এখনও সম্পন্ন হয়নি ছবির শ্যুটিং। জনজীবন গতিতে ফেরায়, পরের মাস থেকেই ফ্লোরে যাবে এই ছবি।
advertisement
3/5
'কবীর', 'ককপিট', 'পাসওয়ার্ড'- এর মত সফল ছবির প্রযোজনা করেছেন দেবের প্রযোজনা সংস্থা। এবার তাঁর নতুন উপহার 'কিসমিশ'। দেব রুক্মিণী ছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায় ও জুন মালিয়া। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা লিলি চক্রবর্তীকে।
'কবীর', 'ককপিট', 'পাসওয়ার্ড'- এর মত সফল ছবির প্রযোজনা করেছেন দেবের প্রযোজনা সংস্থা। এবার তাঁর নতুন উপহার 'কিসমিশ'। দেব রুক্মিণী ছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায় ও জুন মালিয়া। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা লিলি চক্রবর্তীকে।
advertisement
4/5
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। 'আমি সায়রা বানু' ছবিটির পরিচালনা করেছেন রাহুল। এই ছবিতে ক্যামেরায় পিছনের টিমটি সম্পূর্ণ নতুন। তরুণ তুর্কিদের নিয়ে ছবি বানাচ্ছেন দেব। এই ছবির সংগীতের দায়িত্বে থাকছেন নীল চট্টোপাধ্যায়। ছবিটি লেন্স বন্দি করবেন মধুরা পালিত।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। 'আমি সায়রা বানু' ছবিটির পরিচালনা করেছেন রাহুল। এই ছবিতে ক্যামেরায় পিছনের টিমটি সম্পূর্ণ নতুন। তরুণ তুর্কিদের নিয়ে ছবি বানাচ্ছেন দেব। এই ছবির সংগীতের দায়িত্বে থাকছেন নীল চট্টোপাধ্যায়। ছবিটি লেন্স বন্দি করবেন মধুরা পালিত।
advertisement
5/5
 'কিশমিশ' একটি রোমান্টিক কমেডি ছবি। টু-ডি এনিমেশন এর ব্যবহার থাকবে ছবিতে। তিনটি ভিন্ন অবতারে এই ছবিতে দেখা যাবে দেবকে। অগাস্ট মাস থেকে শুরু হবে কিশমিশের শুটিং।
'কিশমিশ' একটি রোমান্টিক কমেডি ছবি। টু-ডি এনিমেশন এর ব্যবহার থাকবে ছবিতে। তিনটি ভিন্ন অবতারে এই ছবিতে দেখা যাবে দেবকে। অগাস্ট মাস থেকে শুরু হবে কিশমিশের শুটিং।
advertisement
advertisement
advertisement