রাজনীতিতে যাননি কেউই! করোনা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন রূপম-সৃজিত সহ আরও যে তারকারা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়াতেই অনেকে নিজেদের সাধ্যমতো অক্সিজেন, বেড,ওষুধের খোঁজ দিচ্ছেন। এঁদের মধ্য়ে রয়েছেন বাংলার তারকারাও।
ভয়াবহ অবস্থা গোটা দেশ জুড়ে। চারদিকে শুধুই অ্যাম্বুল্যান্সের আওয়াজ, অক্সিজেন ও বেডের হাহাকার। দেশের অন্যান্য রাজ্যগুলির মতোই পশ্চিমবঙ্গেও সংক্রমণ (Covid-19) বেড়েই চলেছে। ফলে দেখা দিয়েছে অক্সিজেন ও বেডের ঘাটতি (Oxygen crisis)। এমতবস্থায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সহনাগরিকদের পাশে দাঁড়াচ্ছে বাংলার মানুষ। সোশ্যাল মিডিয়াতেই অনেকে নিজেদের সাধ্যমতো অক্সিজেন, বেড,ওষুধের খোঁজ দিচ্ছেন। এঁদের মধ্য়ে রয়েছেন বাংলার তারকারাও। অসংখ্য ফলোয়ারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছেন তাঁরা। তবে এরা কেউই রাজনীতিতে যোগ দেননি। স্রেফ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকছেন।
advertisement
রূপম ইসলাম (Ruapm Islam)- এই কোভিডের হাহাকারে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী কিনতে পারছেন না। তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়েছেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোভিড আক্রান্তরা যাঁরা বাড়ি থেকে বেরিয়ে ওষুধপত্র, বাজার কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে যেতে পারছেন না, কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে আমরা যোগাযোগ করিয়ে দেব। তাঁরাই আপনার জন্য জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।
advertisement
সৃজিত মুখোপাধ্য়ায় (Srijit Mukherjee)- বড় পর্দায় যেমন তাঁর আধিপত্য রয়েছে। তেমনই সোশ্যাল মিডিয়ায়ও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সৃজিত। তাঁর নিন্দুকের সংখ্যাও কম নেই। তবে এই মহামারীতে নিজের অগুন্তি ফলোয়ারদের কাছে যাতে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যায় সেই কাজটাই করছেন পরিচালক। কোথায় অক্সিজেন বা বেড রয়েছে তার জানান দিচ্ছেন তিনি অনবরত।
advertisement
advertisement
ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)- নিজের নাটকের দলের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন অক্সিজেন, প্লাজমা, প্রয়োজনীয় ওষুধ ও খাবারের ব্যবস্থা করবেন তাঁরা। হাসপাতালের বেডের প্রয়োজনেও তাঁরা যথাসাধ্য চেষ্টা করবেন। তার জন্য সোশ্যল মিডিয়ায় কিছু নম্বরও শেয়ার করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement