সিরিয়ালপ্রেমীদের জন্য দুঃসংবাদ ! বন্ধ 'রানি রাসমনি' সিরিয়ালের শ্যুটিং

Last Updated:
বাকি বকেয়া টাকা
1/6
টেকনিশিয়ানদের পাওনা বাকি ! বন্ধ জনপ্রিয় বাংলা সিরিয়াল 'রানি রাসমনি'-র শ্যুটিং।
টেকনিশিয়ানদের পাওনা বাকি ! বন্ধ জনপ্রিয় বাংলা সিরিয়াল 'রানি রাসমনি'-র শ্যুটিং।
advertisement
2/6
ফের টলিপাড়ায় শুটিং জট। বকেয়া টাকা না মেলায় মঙ্গলবার এসে পৌঁছল না শুটিং-এর সরঞ্জাম। সারাদিন শুটিং বন্ধ থাকল রানি রাসমনি , দেবী চৌধুরানী সিরিয়ালের।
ফের টলিপাড়ায় শুটিং জট। বকেয়া টাকা না মেলায় মঙ্গলবার এসে পৌঁছল না শুটিং-এর সরঞ্জাম। সারাদিন শুটিং বন্ধ থাকল রানি রাসমনি , দেবী চৌধুরানী সিরিয়ালের।
advertisement
3/6
কাঠগড়ায় প্রযোজক সুব্রত রায়। আর্টিস্ট ও টেকনিশিয়ানদের বকেয়া প্রাপ্য মেটানা হলেও ভেন্ডর অর্থাৎ সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের টাকা না মেটানোয় মঙ্গলবার বন্ধ ছিল শুটিং।
কাঠগড়ায় প্রযোজক সুব্রত রায়। আর্টিস্ট ও টেকনিশিয়ানদের বকেয়া প্রাপ্য মেটানা হলেও ভেন্ডর অর্থাৎ সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের টাকা না মেটানোয় মঙ্গলবার বন্ধ ছিল শুটিং।
advertisement
4/6
৩১ অগাস্টের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও বুধবার চেক বাউন্স করে। তারপরই ক্যামেরা সহ শুটিংয়ের যাবতীয় সরঞ্জাম না পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। দুই পক্ষের মিটিং-এর পরও সমাধানসূত্র এখনও অধরা। ।
৩১ অগাস্টের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও বুধবার চেক বাউন্স করে। তারপরই ক্যামেরা সহ শুটিংয়ের যাবতীয় সরঞ্জাম না পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। দুই পক্ষের মিটিং-এর পরও সমাধানসূত্র এখনও অধরা। ।
advertisement
5/6
প্রযোজক সুব্রত রায় ক্যামেরার সামনে মুখ না খুলতে চাইলেও জানিয়েছেন শনিবারের মধ্যে পুরনো বকেয়া মিটিয়ে দেবেন। যদিও প্রতিবারের মতো এবারও প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কায় সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
প্রযোজক সুব্রত রায় ক্যামেরার সামনে মুখ না খুলতে চাইলেও জানিয়েছেন শনিবারের মধ্যে পুরনো বকেয়া মিটিয়ে দেবেন। যদিও প্রতিবারের মতো এবারও প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কায় সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
advertisement
6/6
এখনও নিজেদের মধ্যে মিটিং করছেন সাপলায়াররা। সমাধান সূত্র খুঁজতে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন অশোক ধানুকা, সুরিন্দর সিং, সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সদস্য রাজীব মেহরা ও সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক নীত পল। News18 Bangla- এ মুখ খুললেন রাজীব মেহরা ও নীত পল।
এখনও নিজেদের মধ্যে মিটিং করছেন সাপলায়াররা। সমাধান সূত্র খুঁজতে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন অশোক ধানুকা, সুরিন্দর সিং, সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সদস্য রাজীব মেহরা ও সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক নীত পল। News18 Bangla- এ মুখ খুললেন রাজীব মেহরা ও নীত পল।
advertisement
advertisement
advertisement