Trina Saha Viral: 'মেয়েরা বহুরূপী, কিন্তু...', গুনগুনের মন্তব্যে তোলপাড় টলিপাড়া! হলটা কী?

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের জীবনের টুকরো খবর শেয়ার করে নেন বাংলা টেলিভিশনের তারকা অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha Viral)।
1/7
সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের জীবনের টুকরো খবর শেয়ার করে নেন বাংলা টেলিভিশনের তারকা অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha Viral)। 'খড়কুটো' ধারাবাহিকের সৌজন্যে যাঁকে গুনগুন বলেই বেশিরভাগ চেনেন।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের জীবনের টুকরো খবর শেয়ার করে নেন বাংলা টেলিভিশনের তারকা অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha Viral)। 'খড়কুটো' ধারাবাহিকের সৌজন্যে যাঁকে গুনগুন বলেই বেশিরভাগ চেনেন।
advertisement
2/7
বুধবার নিজের এই ছবিটি শেয়ার করেছেন তৃণা (Trina Saha)। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'মেয়েরা বহুরূপী, নির্ভর করছে কে দেখছে তার উপর'। হ্যাশট্যাগে দিয়েছেন নিউডে, নিউলুক, নিজেকে ভালোবাসার কথা।
বুধবার নিজের এই ছবিটি শেয়ার করেছেন তৃণা (Trina Saha)। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'মেয়েরা বহুরূপী, নির্ভর করছে কে দেখছে তার উপর'। হ্যাশট্যাগে দিয়েছেন নিউডে, নিউলুক, নিজেকে ভালোবাসার কথা।
advertisement
3/7
নতুন ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছেন তৃণা। ফ্যানেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তৃণা যেন, নিজের ছবির মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন মেয়েদের নানা রূপের, নানা কর্তব্য পালনের। নতুন দিনে, নতুন লুকে নিজেকে ভালোবাসার কথাও মহিলাদের মনে করিয়ে দিয়েছেন তৃণা।
নতুন ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছেন তৃণা। ফ্যানেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তৃণা যেন, নিজের ছবির মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন মেয়েদের নানা রূপের, নানা কর্তব্য পালনের। নতুন দিনে, নতুন লুকে নিজেকে ভালোবাসার কথাও মহিলাদের মনে করিয়ে দিয়েছেন তৃণা।
advertisement
4/7
একদিকে তিনি বাংলা টেলি জগতের তারকা অভিনেত্রী, গত ফেব্রুয়ারিতে বিয়েও করেছেন। বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূলেও। সব মিলিয়ে একাধিক দায়িত্ব পালন করছেন তৃণা। সেই দায়িত্ববোধগুলিকেও বহুরূপের সঙ্গে মিলিয়ে দিয়েছেন নায়িকা।
একদিকে তিনি বাংলা টেলি জগতের তারকা অভিনেত্রী, গত ফেব্রুয়ারিতে বিয়েও করেছেন। বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূলেও। সব মিলিয়ে একাধিক দায়িত্ব পালন করছেন তৃণা। সেই দায়িত্ববোধগুলিকেও বহুরূপের সঙ্গে মিলিয়ে দিয়েছেন নায়িকা।
advertisement
5/7
বারো বছরের সম্পর্ক পেরিয়ে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা বিয়ে করেন এ বছরের ফেব্রুয়ারিতে৷ নেটিজেনদের প্রিয় তৃনীল জুটি অতিমারির দ্বিতীয় তরঙ্গে জনসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
বারো বছরের সম্পর্ক পেরিয়ে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা বিয়ে করেন এ বছরের ফেব্রুয়ারিতে৷ নেটিজেনদের প্রিয় তৃনীল জুটি অতিমারির দ্বিতীয় তরঙ্গে জনসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
advertisement
6/7
২০১৬ সালে 'খোকাবাবু' ধারাবাহিক দিয়ে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তৃণার৷ ধারাবাহিকে তাঁর অভিনীত 'তরী' চরিত্র যথেষ্ট জনপ্রিয় হয়েছিল৷ মঙ্গলবারই তাঁর বর্তমান 'খড়কুটো' সিরিয়াল এক বছর পার করেছে। সেই আনন্দের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তৃণা।
২০১৬ সালে 'খোকাবাবু' ধারাবাহিক দিয়ে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তৃণার৷ ধারাবাহিকে তাঁর অভিনীত 'তরী' চরিত্র যথেষ্ট জনপ্রিয় হয়েছিল৷ মঙ্গলবারই তাঁর বর্তমান 'খড়কুটো' সিরিয়াল এক বছর পার করেছে। সেই আনন্দের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তৃণা।
advertisement
7/7
ধারাবাহিকের পাশাপাশি ইতিমধ্যেই তৃণা অভিনয় করেছেন ছবিতেও৷ 'বেশ করেছি প্রেম করেছি', 'শুধু তোমারই জন্য', ছবিতে তাঁর ক্যামিয়ো অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
ধারাবাহিকের পাশাপাশি ইতিমধ্যেই তৃণা অভিনয় করেছেন ছবিতেও৷ 'বেশ করেছি প্রেম করেছি', 'শুধু তোমারই জন্য', ছবিতে তাঁর ক্যামিয়ো অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
advertisement
advertisement
advertisement