advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু ছবি নয়, অন্য অনেক কাজে মন দিয়েছেন তিনি ৷ শ্রীদেবীর প্রতি ট্রিবিউট জানিয়ে একটি অনুষ্ঠান করেন বাংলার শ্রী ৷ এছাড়াও একটি ভিন্নধর্মী ফ্যাশন শোর আয়োজন করেন যেখানে সমাজের দুঃস্থ মানুষদের মডেল হিসেবে দেখা যায় ৷ কিন্তু যেই প্রশ্ন ছিল, কেন ঘনঘন জিমে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ? নিজেই সেই উত্তর দিয়েছেন ৷ Photo Courtesy : Facebook
advertisement
দেখুন কী লিখছেন অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করছেন যে আবার শুরু শরীরচর্চা, না হলে নাকি কাজ দেবেন না পরিচালকরা ! এটা বলা তাঁর পক্ষেই সম্ভব ৷ অভিনেত্রী হতে হলে জিরো ফিগারের নন প্রয়োজন দাপুটে অভিনয়ের ৷ নিজের এই বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা যেন ব্যাঙ্গই করেছেন শ্রীলেখা ৷ সম্প্রতি তাঁর ছবি রেইনবো জেলি দারুণ সাড়া পেয়েছে ৷ পরী পিসির চরিত্রে শ্রীলেখা আবার বুঝিয়েছেন অভিনেত্রী হিসেবে তাঁর জাত ৷ Photo Courtesy : Facebook