Yuvaan: দুধ সাদা জামায় রঙ খেলার জন্য তৈরি, রাজ-শুভশ্রীর সঙ্গে ইউভানের প্রথম হোলি, দেখুন অ্যালবাম...
এ বারে ইউভানের প্রথম দোল। স্বাভাবিকভাবেই দিনটা খুব স্পেশ্যাল ছিল রাজ-শুভশ্রীর কাছে। ছেলেকে সাদা জামা পরিয়ে রেডি করেন শুভশ্রী। তারপর তিন জনে মিলে রঙের খেলায় মেতে ওঠেন।


*বলিউডের মতো টলিউড তারকাদের সন্তানরাও সমান জনপ্রিয়। আর এই খুদে সেলিব্রিটিদের তালিকায় প্রথম নামই পরিচালক তথা বর্তমানে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ছেলে ইউভানের (yuvaan)। ছবিঃ ইনস্টাগ্রাম।


*জন্মের দিন থেকেই ইউভান সেলিব্রিটি। ছ'মাস পূর্ণ হয়েছে ইউভানের। সেদিন মায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছে সে। ছ'মাস উপলক্ষে আনা হয়েছিল একটি অর্ধেক কেক। ছবিঃ ইনস্টাগ্রাম।


*বাবা রাজ ব্যারাকপুরের প্রার্থী। ফলে ব্যারাকপুরেই থাকতে হচ্ছে তাঁকে বেশ কয়েকদিন ধরে। তাই মন খারাপ শুভশ্রী, ইউভান দু'জনেরই। তাই দিন কয়েক আগে সোশ্যাল হ্যান্ডেলে রাজকে খোলা চিঠি লেখেন মা ছেলে। ছবিঃ ইনস্টাগ্রাম।


*তবে শত ব্যস্ততার মধ্যেও দলের দিন বাড়ি ফিরেছিলেন রাজ। রাজকে কাছে পেয়ে শুভশ্রী-ইউভান বেজায় খুশি। রাজের সঙ্গে আদরে-সোহাগে মাখা দোলের ছবিও শেয়ার করেন শুভশ্রী। ছবিঃ ইনস্টাগ্রাম।


*এ বারে ইউভানের প্রথম দোল। স্বাভাবিকভাবেই দিনটা খুব স্পেশ্যাল ছিল রাজ-শুভশ্রীর কাছে। ছেলেকে সাদা জামা পরিয়ে রেডি করেন শুভশ্রী। তারপর তিন জনে মিলে রঙের খেলায় মেতে ওঠেন। ছবিঃ ইনস্টাগ্রাম।