এ দিন ছোট্ট ইউভানের ছবি পোস্ট করার পরে তাঁকে আদরে ভরিয়ে দিয়েছেন রাজ শুভশ্রীর অনুরাগীরা। পাশাপাশি, নুসরত, কৌশানি-সহ টলিউডের সেলিব্রিটিরাও ভালবাসা জানিয়েছেন এই একরত্তি সেলিব্রিটিকে।
*ধবধবে সাদা ধূতি-পাঞ্জাবি। পরিপাটি করে আঁচড়ানো চুল। পাঞ্জাবির হাতা এবং ধুতির কোঁচায় হালকা সুতোর ডিজাইন। মহাষ্টমীর সকালে ইউভানকে এভাবেই সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 7
*এ দিন ধুতি-পাঞ্জাবি পরে বাবা -মা, ঠাকুমার সঙ্গে বাড়িতে অঞ্জলি দিয়েছে ইউভানও। হাতে ফুল নেওয়া একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। খুদে সেলিব্রিটি ইউভানের ছবি মাত্র কয়েকঘণ্টায় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 7
*দুর্গাষ্টমীর সকালে শুভশ্রী এবং ইউভানের একটি ছবি শেয়ার করেছিলেন রাজ। একেবারে ঘরের পোশাকে সেই ছবি অনুরাগীদের মন জয় করে নেয় কিছুক্ষণের মধ্যেই। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ধুতি-পাঞ্জাবিতে সেজে ফের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে হাজির হয়েছে এই স্টারকিড। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 7
*তবে সকালে জেগে থাকলে ইউভানের বড্ড ঘুম পাচ্ছিল। তাই এত সাজুগুজু করে গোটা সময়টাই ঘুমিয়ে কাটিয়েছে সে। সব ছবিতেই তাঁকে ঘুমাতে দেখা গিয়েছে। ক্যাপশনেও শুভশ্রী লিখেছেন, "আজ একটু বেশিই ঘুম পাচ্ছে।" ছবি: ইনস্টাগ্রাম।
5/ 7
*শুভশ্রী ইউভানের ধুতি-পাঞ্জাবি পরা ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন পরিচালক বাবা। মহাষ্টমীতে রাজও পড়েছিলেন সাদা পাজামা-পাঞ্জাবি। পিচ রঙের সালোয়ার পড়েছিলেন শুভশ্রী। ছবি:ইনস্টাগ্রাম।
6/ 7
*ইউভানের জন্মের পর থেকেই ‘রাজশ্রী’-র ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি। মা-ছেলের প্রথম দেখার বিশেষ মুহূর্তটাও রাজ ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। এবারে শেয়ার করলেন ইউভান আসার পরে তাঁদের একসঙ্গে কাটানো মহাষ্টমীর বিশেষ মুহূর্তের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
7/ 7
*এদিন ছোট্ট ইউভানের ছবি পোস্ট করার পরে তাঁকে আদরে ভরিয়ে দিয়েছেন রাজ শুভশ্রীর অনুরাগীরা। পাশাপাশি, নুসরত, কৌশানি-সহ টলিউডের সেলিব্রিটিরাও ভালবাসা জানিয়েছেন এই একরত্তি সেলিব্রিটিকে। ছবি: ইনস্টাগ্রাম।