Nusrat Jahan: আজ ছেলের জন্মদিন, খুনসুটি ভরা ছবি শেয়ার করে আবেগে ভাসলেন নুসতর, দেখুন অ্যালবাম...

Last Updated:
প্রানের চেয়েও প্রিয় মানুষের জন্মদিনে কী লিখলেন নায়িকা? দেখুন...
1/5
*‘প্রথম দেখাতেই হৃদয় ছুঁয়ে নিয়েছিলে তুমি', 'প্রিয় মানুষ'র জন্মদিনে মনের কথা বলেই ফেললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*‘প্রথম দেখাতেই হৃদয় ছুঁয়ে নিয়েছিলে তুমি', 'প্রিয় মানুষ'র জন্মদিনে মনের কথা বলেই ফেললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/5
*আজ তাঁর প্রথম সন্তানের জন্মদিন। স্বাভাবিকভাবেই দিনটা যে খুব স্পেশ্যাল তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে এক ঝাঁক ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অভিনেত্রী নুসরত জাহান। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*আজ তাঁর প্রথম সন্তানের জন্মদিন। স্বাভাবিকভাবেই দিনটা যে খুব স্পেশ্যাল তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে এক ঝাঁক ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অভিনেত্রী নুসরত জাহান। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/5
*একাংশ অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে 'MAD' বলে ডাকে। নুসরত এ দিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, তাতে লেখেন, "তুই আমাকে ম্যাড বলে ডাকিস, শুধু তাই নয়, আমাকে সত্যি ম্যাড বানিয়ে ছাড়িস।" ছবিঃ ইনস্টাগ্রাম। 
*একাংশ অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে 'MAD' বলে ডাকে। নুসরত এ দিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, তাতে লেখেন, "তুই আমাকে ম্যাড বলে ডাকিস, শুধু তাই নয়, আমাকে সত্যি ম্যাড বানিয়ে ছাড়িস।" ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/5
*নুসতর তাঁর পোস্টে যেটা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "তোমাকে হাসপাতালে যখনি প্রথম বার দেখেছিলাম তুমি আমার হৃদয় ছুঁয়ে নিয়েছিলে। আর তুমি আদ সাতে পা দিলে। তুমিই প্রথম শিশু যাকে আমার ভাল লেগেছিল। তুমি আমাকে “পাগল” বলো আর সত‍্যিই আমাকে পাগল বানিয়েও দিতে পারো। আমার সবথেকে খারাপ দিনে তোমার হাসিই আমার মন ভাল করে দেয়। তোমার আলিঙ্গন আমার সবথেকে প্রিয় উপহার। তোমার জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন খুশি থাকো সুস্থ থাকো। বড় হয়ে সৎ হও, দয়ালু আর বুদ্ধিমান হও। এই পাগল তোমাকে সবসময় ভালবাসবে ও তোমার পাশে থাকবে। শুভ জন্মদিন একাংশ।" ছবিঃ ইনস্টাগ্রাম। 
*নুসতর তাঁর পোস্টে যেটা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "তোমাকে হাসপাতালে যখনি প্রথম বার দেখেছিলাম তুমি আমার হৃদয় ছুঁয়ে নিয়েছিলে। আর তুমি আদ সাতে পা দিলে। তুমিই প্রথম শিশু যাকে আমার ভাল লেগেছিল। তুমি আমাকে “পাগল” বলো আর সত‍্যিই আমাকে পাগল বানিয়েও দিতে পারো। আমার সবথেকে খারাপ দিনে তোমার হাসিই আমার মন ভাল করে দেয়। তোমার আলিঙ্গন আমার সবথেকে প্রিয় উপহার। তোমার জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন খুশি থাকো সুস্থ থাকো। বড় হয়ে সৎ হও, দয়ালু আর বুদ্ধিমান হও। এই পাগল তোমাকে সবসময় ভালবাসবে ও তোমার পাশে থাকবে। শুভ জন্মদিন একাংশ।" ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/5
*তবে কে এই খুদে, যাকে নুসতর প্রাণের থেকেও বেশি ভালবাসেন তা অবশ্য স্পষ্ট নয়। সম্ভবত অভিনেত্রীর কোনও ঘনিষ্ঠ বন্ধুর সন্তান একাংশ।তবে সে যেই হোক, জন্মদিনে তার জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ছবিঃ ইনস্টাগ্রাম।
*তবে কে এই খুদে, যাকে নুসতর প্রাণের থেকেও বেশি ভালবাসেন তা অবশ্য স্পষ্ট নয়। সম্ভবত অভিনেত্রীর কোনও ঘনিষ্ঠ বন্ধুর সন্তান একাংশ।তবে সে যেই হোক, জন্মদিনে তার জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement