Dipankar Dey: 'ওকে আগলে রাখছি সারাক্ষণ!' দীপঙ্কর দে-র জন্মদিনে স্ত্রী দোলন রায়ের মনের কথা...

Last Updated:
'আমার হাতের আলু সেদ্ধ থেকে মাংস রান্না, সবই খেতে ভালবাসেন উনি,' জানিয়েছেন দোলন রায়৷
1/6
•দীপঙ্কর দে-র জন্মদিন৷ ৭৭ পা রাখলেন বর্ষীয়ান অভিনেতা৷ বহু ছবিতে তিনি রেখে গিয়েছেন তাঁর অভিনয়ের ছাপ৷ দাপুটে অভিনেতার অভিনয় দক্ষতায় মুগ্ধ বাঙালি দর্শক৷ তাই তো সত্যজিত রায়, তপন সিংহ থেকে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, সব পরিচালকই তাঁকে বেছে নিয়েছেন নিজেদের ছবির জন্য৷ তবে এখনও তাঁর শ্রেষ্ঠ কাজটা বাকি, মনে করেন স্ত্রী দোলন রায়৷
•দীপঙ্কর দে-র জন্মদিন৷ ৭৭ পা রাখলেন বর্ষীয়ান অভিনেতা৷ বহু ছবিতে তিনি রেখে গিয়েছেন তাঁর অভিনয়ের ছাপ৷ দাপুটে অভিনেতার অভিনয় দক্ষতায় মুগ্ধ বাঙালি দর্শক৷ তাই তো সত্যজিত রায়, তপন সিংহ থেকে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, সব পরিচালকই তাঁকে বেছে নিয়েছেন নিজেদের ছবির জন্য৷ তবে এখনও তাঁর শ্রেষ্ঠ কাজটা বাকি, মনে করেন স্ত্রী দোলন রায়৷
advertisement
2/6
•স্বামীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন দোলন রায়৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করল News18বাংলা৷ স্বামী দীপঙ্কর দে-র জন্মদিনে তেমন কোনও ব্যবস্থা করেননি দোলন৷ কারণ এই অতিমারী পরিস্থিতি৷
•স্বামীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন দোলন রায়৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করল News18বাংলা৷ স্বামী দীপঙ্কর দে-র জন্মদিনে তেমন কোনও ব্যবস্থা করেননি দোলন৷ কারণ এই অতিমারী পরিস্থিতি৷
advertisement
3/6
•তিনি জানালেন যে, কিছু প্ল্যান করিনি ঠিকই তবে উনি খেতে ভালবাসেন৷ তাই তাঁর পছন্দের হরেক রকম পদ রান্না করেছি নিজে হাতে এবং বাড়িতেই সব আয়োজন৷ তিনি জানালেন যে, সব কাছের মানুষ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন৷ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
•তিনি জানালেন যে, কিছু প্ল্যান করিনি ঠিকই তবে উনি খেতে ভালবাসেন৷ তাই তাঁর পছন্দের হরেক রকম পদ রান্না করেছি নিজে হাতে এবং বাড়িতেই সব আয়োজন৷ তিনি জানালেন যে, সব কাছের মানুষ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন৷ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
4/6
•স্ত্রী হিসেবে দোলন মনে করেন যে, এখনও শিল্পী হিসেবে দীপঙ্করবাবুর সঠিক মূল্যায়ন হয়নি৷ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও দীপঙ্কর দে-র সেরা কাজ করা বাকি, মানেন দোলন রায়৷ তাই তো জন্মদিনে তাঁর আশা, স্বামী আরও কাজ করুন, সংখ্যায় বেশি নয় তবে এমন কাজ যার গুণগত মান বেশি
•স্ত্রী হিসেবে দোলন মনে করেন যে, এখনও শিল্পী হিসেবে দীপঙ্করবাবুর সঠিক মূল্যায়ন হয়নি৷ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও দীপঙ্কর দে-র সেরা কাজ করা বাকি, মানেন দোলন রায়৷ তাই তো জন্মদিনে তাঁর আশা, স্বামী আরও কাজ করুন, সংখ্যায় বেশি নয় তবে এমন কাজ যার গুণগত মান বেশি
advertisement
5/6
•স্বামীর থেকে তিনিও তো শিখেছেন অনেক কিছু৷ বয়সের ফারাক রয়েছে অনেক৷ স্বামী হিসেবে তো বটেই এবং অবশ্যই শিল্পী হিসেবে দীপঙ্কর দে-র প্রতি রয়েছে দোলন রায়ের অগাধ শ্রদ্ধা৷ স্বামীর থেকে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ, শিখেছেন নিয়মানুবর্তীতা৷ জানিয়েছেন দোলন৷
•স্বামীর থেকে তিনিও তো শিখেছেন অনেক কিছু৷ বয়সের ফারাক রয়েছে অনেক৷ স্বামী হিসেবে তো বটেই এবং অবশ্যই শিল্পী হিসেবে দীপঙ্কর দে-র প্রতি রয়েছে দোলন রায়ের অগাধ শ্রদ্ধা৷ স্বামীর থেকে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ, শিখেছেন নিয়মানুবর্তীতা৷ জানিয়েছেন দোলন৷
advertisement
6/6
•দীপঙ্কর বাবুর বয়স হয়েছে৷ অতিমারীর সময় খবই সাবধানে আগলে রাখছেন দোলন৷ জন্মদিনেও তাই বাড়িতে আয়োজন৷ স্বামীকে নিজের হাতে সব রান্না করে খাওয়ালেন তিনি৷ আপনার হাতে কোন পদ খেতে ভালবাসেন দীপঙ্কর দে? দোলন রায় হেসে জানালেন আমার হাতের আলু সেদ্ধ থেকে মাংস, সবই খেতে ভালবাসেন তিনি৷
•দীপঙ্কর বাবুর বয়স হয়েছে৷ অতিমারীর সময় খবই সাবধানে আগলে রাখছেন দোলন৷ জন্মদিনেও তাই বাড়িতে আয়োজন৷ স্বামীকে নিজের হাতে সব রান্না করে খাওয়ালেন তিনি৷ আপনার হাতে কোন পদ খেতে ভালবাসেন দীপঙ্কর দে? দোলন রায় হেসে জানালেন আমার হাতের আলু সেদ্ধ থেকে মাংস, সবই খেতে ভালবাসেন তিনি৷
advertisement
advertisement
advertisement