টলিউডে লাস্য সুন্দরী মনামী কি ফের ছোট পর্দায়! নতুন শো-র মুখ হচ্ছেন নাকি, বড় খবর দিলেন
- Published by:Debalina Datta
- Reported by:Manash Basak
Last Updated:
Tollywood Gossip: ফের ছোটপর্দায় মনামী ঘোষ .... টেলিভিশনে নতুন কী আসতে চলেছে মনামীর?
কলকাতা: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এই তালিকায় নাম লিখিয়েছিল সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। ২০০পর্ব পার করে ফেলেছে এই শো। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! উপস্থিত থাকবেন এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ।
advertisement
জুলাই মাসের ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি মনামী। তিনি বলেন, "এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। আর শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। এত মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শোটিকে। সুদীপ্তাদি আমার দিদির মত, আমাকে আদর করে 'বাচ্চা সিং' বলে ডাকে। এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।"
advertisement
advertisement
বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা। আরও অনেক মজা। "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলা সিজন ২ তে দর্শক দেখছেন। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
advertisement
advertisement
মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে "লক্ষ্মী ব্যাঙ্ক"। এবারে 'লক্ষ্মী ব্যাঙ্ক'-এর টাকা থেকে সাত জন লড়াকু মা লক্ষ্মীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে।মানুষের বিপুল চাহিদার জন্য এবারের সিজন ২ চলবে সাত মাস। Input- Manash Basak