♦ এই বিশেষ ছবি পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছেলেবেলায় নববর্ষ সেলিব্রেশনের স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী লিখেছেন,‘‘ছোট বেলায় নতুন জামাকাপড়ের দিন ,দোকান দোকান ঘুরে rasna, মিষ্টির প্যাকেট , calender পাওয়ার দিন মধ্যবিত্ত সংসারে একটু বেশী খরচা করে খাসির মাংস খাওয়ার দিন ,এটাই তো বাঙালীর ব্যক্তিগত দিন শুভ নববর্ষ ১৪২৬।’’