Subhashree Ganguly Baby Shower: নয় মাসের সাধ খেলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী! শীঘ্রই কোলে আসছে দ্বিতীয় সন্তান, শুরু হল কাউন্টডাউন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly Baby Shower: নয় মাসের সাধ খেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ থালা ভর্তি করে সাজানো হরেক রকমের পদ, কাঁসার থালা-বাটিতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে শুভশ্রীকে সাধ দিয়েছেন পরিবারের লোকেরা৷ নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিতে হাসিমুখে পোজ দিয়েছেন নায়িকা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মা হওয়ার আগের প্রতিটা সুন্দর মুহূর্তে চেটেপুটে উপভোগ করছেন টলি নায়িকা৷ তবে ঘটা করে সাধের অনুষ্ঠানে অভিনেত্রী নিজের একার ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, আর কাউকেই দেখা যায়নি৷ প্রতিটি ছবিতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আর কিছুদিনের মধ্যেই কোল আলো করে আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান ও ইউভানের খেলার সঙ্গী৷