Sandipta Sen Wedding: মাছের মুড়ো, মুরগি, পাঁঠা, মিষ্টিতে ভরা পাত, বিয়ের আগের রাতে সন্দীপ্তার আইবুড়ো ভাত

Last Updated:
Sandipta Sen Wedding: সন্দীপ্তা নিউজ18 বাংলাকে জানালেন, তিনি সবকিছুই অল্প অল্প করে খেয়েছেন। ত্বরিতা ভিডিও তুলে রিল হিসেবে পোস্ট করেছেন। নেপথ্যে ‘কবীরা’ গানটিও বসিয়েছেন।
1/6
আর কয়েক ঘণ্টা বাকি। তারপরেই শোনা যাবে সানাইয়ের সুর। টলিপাড়ার অন্যতম হাই প্রোফাইল বিয়ে। সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। আগামিকাল পিসি চন্দ্র গার্ডেনসে বিয়ের আসর বসবে যুগলের।
আর কয়েক ঘণ্টা বাকি। তারপরেই শোনা যাবে সানাইয়ের সুর। টলিপাড়ার অন্যতম হাই প্রোফাইল বিয়ে। সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। আগামিকাল পিসি চন্দ্র গার্ডেনসে বিয়ের আসর বসবে যুগলের।
advertisement
2/6
সৌম্য-সন্দীপ্তার বিয়ে নিয়ে হইহই চারদিকে। আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
সৌম্য-সন্দীপ্তার বিয়ে নিয়ে হইহই চারদিকে। আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
advertisement
3/6
বিয়ের আগের দিন মা-বাবা আইবুড়ো ভাত খাওয়ালেন মেয়েকে। বন্ধুদের মধ্যে অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ঘরোয়া এই অনুষ্ঠানে।
বিয়ের আগের দিন মা-বাবা আইবুড়ো ভাত খাওয়ালেন মেয়েকে। বন্ধুদের মধ্যে অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ঘরোয়া এই অনুষ্ঠানে।
advertisement
4/6
সাদা ভাত, পাঁচ রকমের ভাজা, যাতে রয়েছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়শ ভাজা, পটল ভাজা দিয়ে সুন্দর করে পাত সাজানো হয়েছে। মাটির থালার পাশে গাঁদা ফুলের মালা দিয়ে ফুলসজ্জা।
সাদা ভাত, পাঁচ রকমের ভাজা, যাতে রয়েছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়শ ভাজা, পটল ভাজা দিয়ে সুন্দর করে পাত সাজানো হয়েছে। মাটির থালার পাশে গাঁদা ফুলের মালা দিয়ে ফুলসজ্জা।
advertisement
5/6
সঙ্গে রয়েছে ডাল, কাতলা মাছের ঝোল, মুরগির মাংস, পাঁঠার মাংস, গোটা মাছের মুড়ো, ল্যাজা, ফিস ফ্রাই। শেষ পাতে মিষ্টি মুখ। আমের চাটনি, পাঁচ রকমের মিষ্টি এবং মিষ্টি দই। আর সুন্দর করে কাটা স্যালাড।
সঙ্গে রয়েছে ডাল, কাতলা মাছের ঝোল, মুরগির মাংস, পাঁঠার মাংস, গোটা মাছের মুড়ো, ল্যাজা, ফিস ফ্রাই। শেষ পাতে মিষ্টি মুখ। আমের চাটনি, পাঁচ রকমের মিষ্টি এবং মিষ্টি দই। আর সুন্দর করে কাটা স্যালাড।
advertisement
6/6
সন্দীপ্তা নিউজ18 বাংলাকে জানালেন, তিনি সবকিছুই অল্প অল্প করে খেয়েছেন। ত্বরিতা ভিডিও তুলে রিল হিসেবে পোস্ট করেছেন। নেপথ্যে ‘কবীরা’ গানটিও বসিয়েছেন। মা-বাবার আশীর্বাদ নিয়ে আইবুড়ো ভাত খেলেন টলি নায়িকা।
সন্দীপ্তা নিউজ18 বাংলাকে জানালেন, তিনি সবকিছুই অল্প অল্প করে খেয়েছেন। ত্বরিতা ভিডিও তুলে রিল হিসেবে পোস্ট করেছেন। নেপথ্যে ‘কবীরা’ গানটিও বসিয়েছেন। মা-বাবার আশীর্বাদ নিয়ে আইবুড়ো ভাত খেলেন টলি নায়িকা।
advertisement
advertisement
advertisement