Ahona-Dipankar: অহনা-দীপঙ্করের সংসারে এল নতুন অতিথি, ৩ বছর পার হতেই বিরাট সুখবর...

Last Updated:
Ahona-Dipankar: সম্পর্কের ৩ বছর বর্ষপূর্তির আগে অহনা-দীপঙ্করের পরিবারের এসেছে নতুন অতিথি৷ সেই ছবি শেয়ার করতে ভোলেননি নায়িকা৷
1/7
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের খলনায়িকা মিশকাকে এখন সকলেই চেনেন৷ অভিনেত্রীর কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ হবে না-ই বা কেন৷ নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের কথা তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে৷
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের খলনায়িকা মিশকাকে এখন সকলেই চেনেন৷ অভিনেত্রীর কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ হবে না-ই বা কেন৷ নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের কথা তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে৷
advertisement
2/7
দেখতে দেখতে ৩ বছর পার৷ মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী৷ অহনা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই।
দেখতে দেখতে ৩ বছর পার৷ মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী৷ অহনা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই।
advertisement
3/7
ডিভোর্সি দীপঙ্করের সম্পর্কে মেয়ের সম্পর্ক কোনওমতেই মানতে পারছিলেন না অভিনেত্রীর মা৷ তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন অহনা৷ দীর্ঘদিন ধরেই লিভ-ইনে রয়েছেন তাঁরা৷
ডিভোর্সি দীপঙ্করের সম্পর্কে মেয়ের সম্পর্ক কোনওমতেই মানতে পারছিলেন না অভিনেত্রীর মা৷ তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন অহনা৷ দীর্ঘদিন ধরেই লিভ-ইনে রয়েছেন তাঁরা৷
advertisement
4/7
 ২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকেন না। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তাঁর। গত কয়েক বছর ধরে দীপঙ্করের পরিবাররেই নিজের পরিবার করে নিয়েছেন অহনা৷
২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকেন না। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তাঁর। গত কয়েক বছর ধরে দীপঙ্করের পরিবাররেই নিজের পরিবার করে নিয়েছেন অহনা৷
advertisement
5/7
এদিন প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী৷ পর্দার মিশকা লেখেন- 'তুমি আছো তাই আমি আছি, আমার সাফল্যের সিক্রেট, কেটে গেল তিন বছর'৷
এদিন প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী৷ পর্দার মিশকা লেখেন- 'তুমি আছো তাই আমি আছি, আমার সাফল্যের সিক্রেট, কেটে গেল তিন বছর'৷
advertisement
6/7
সম্পর্কের ৩ বছর বর্ষপূর্তির আগে অহনা-দীপঙ্করের পরিবারের এসেছে নতুন অতিথি৷ সেই ছবি শেয়ার করতে ভোলেননি নায়িকা৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ছবি৷
সম্পর্কের ৩ বছর বর্ষপূর্তির আগে অহনা-দীপঙ্করের পরিবারের এসেছে নতুন অতিথি৷ সেই ছবি শেয়ার করতে ভোলেননি নায়িকা৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ছবি৷
advertisement
7/7
আদুরে এক সারমেয়কে ঘরে এনেছেন অহনা৷ যার নাম চিনি৷ সমস্ত ভক্তদের সঙ্গে চিনির আলাপপর্বও সেরে ফেলেছেন নায়িকা৷ উল্লেখ্য, মাস কয়েক আগে হবু শাশুড়ি মাকে হারিয়েছেন নায়িকা৷ এখন হবু শ্বশুর, দীপঙ্কর, এবং বাকি পোষ্যদের নিয়েই সাধের সংসার করছেন অহনা৷
আদুরে এক সারমেয়কে ঘরে এনেছেন অহনা৷ যার নাম চিনি৷ সমস্ত ভক্তদের সঙ্গে চিনির আলাপপর্বও সেরে ফেলেছেন নায়িকা৷ উল্লেখ্য, মাস কয়েক আগে হবু শাশুড়ি মাকে হারিয়েছেন নায়িকা৷ এখন হবু শ্বশুর, দীপঙ্কর, এবং বাকি পোষ্যদের নিয়েই সাধের সংসার করছেন অহনা৷
advertisement
advertisement
advertisement