Nora Fatehi: হাতে মাত্র ৫ হাজার টাকা নিয়ে কানাডা থেকে ভারতে এসেছিলেন, এখন ৩৯ কোটির মালকিন এই অভিনেত্রী, প্রতারণা মামলাতেও জড়িয়েছে নাম

Last Updated:
সেই নোরাই এখন একটা অনুষ্ঠান করতে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নেন। সোশ্যাল মিডিয়ায় কোনও প্রোডাক্টের জন্য একবার মুখ দেখালেই মেলে ৫ থেকে ৭ লাখ টাকা।
1/9
শুরুটা সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস থেকে। সেখানেই প্রথম মানুষ পরিচিত হতে শুরু করেন নোরা ফতেহির সঙ্গে।
শুরুটা সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস থেকে। সেখানেই প্রথম মানুষ পরিচিত হতে শুরু করেন নোরা ফতেহির সঙ্গে।
advertisement
2/9
সিজন ১০ এ বিগ বস হাউসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল নোরার। কিন্তু সেবার বিগ বস উইনার হতে পারেননি নোরা। তাতে অবশ্য তাঁর কিছু অসুবিধাও হয়নি।
সিজন ১০ এ বিগ বস হাউসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল নোরার। কিন্তু সেবার বিগ বস উইনার হতে পারেননি নোরা। তাতে অবশ্য তাঁর কিছু অসুবিধাও হয়নি।
advertisement
3/9
এরপর একের পর এক আইটেম নাম্বার, একের পর এক মিউজিক ভিডিয়োয় কাজ। বলিউড পা জমানোর সেই শুরু।
এরপর একের পর এক আইটেম নাম্বার, একের পর এক মিউজিক ভিডিয়োয় কাজ। বলিউড পা জমানোর সেই শুরু।
advertisement
4/9
আজ নোরা ফতেহির জন্মদিন। ১৯৯১ সালের ৬ ফেব্রুয়ারি কানাডার ক্যুবাক শহরে জন্মেছিলেন নোরা।
আজ নোরা ফতেহির জন্মদিন। ১৯৯১ সালের ৬ ফেব্রুয়ারি কানাডার ক্যুবাক শহরে জন্মেছিলেন নোরা।
advertisement
5/9
আজ ৩১ বছরে পা দিলেন এই বলিউড অভিনেত্রী।  ২০১৪ থেকে বলিউডে কাজ করতে শুরু করলেও  ২০১৮ সালে 'সত্যমেব জয়তে' সিনেমাতেই প্রথম নজরে আসে সকলের
আজ ৩১ বছরে পা দিলেন এই বলিউড অভিনেত্রী। ২০১৪ থেকে বলিউডে কাজ করতে শুরু করলেও ২০১৮ সালে 'সত্যমেব জয়তে' সিনেমাতেই প্রথম নজরে আসে সকলের
advertisement
6/9
৫ হাজার টাকা নিয়ে মুম্বই এসেছিলেন। তারপরে একটা কাজ পান, সেখানে হপ্তা প্রতি ৩ হাজার টাকা পেতেন নোরা
৫ হাজার টাকা নিয়ে মুম্বই এসেছিলেন। তারপরে একটা কাজ পান, সেখানে হপ্তা প্রতি ৩ হাজার টাকা পেতেন নোরা
advertisement
7/9
সেই নোরাই এখন একটা অনুষ্ঠান করতে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নেন। সোশ্যাল মিডিয়ায় কোনও প্রোডাক্টের জন্য একবার মুখ দেখালেই মেলে ৫ থেকে ৭ লাখ টাকা।
সেই নোরাই এখন একটা অনুষ্ঠান করতে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নেন। সোশ্যাল মিডিয়ায় কোনও প্রোডাক্টের জন্য একবার মুখ দেখালেই মেলে ৫ থেকে ৭ লাখ টাকা।
advertisement
8/9
'নাচ মেরি রানি' আইটেম সং-এর জন্য ৪৫ লাখ টাকা নিয়েছিলেন নোরা। শোনা যায়, এখন তিনি ৩৯ কোটির মালিক
'নাচ মেরি রানি' আইটেম সং-এর জন্য ৪৫ লাখ টাকা নিয়েছিলেন নোরা। শোনা যায়, এখন তিনি ৩৯ কোটির মালিক
advertisement
9/9
এখন ২০০ কোটি টাকার সুকেশ চন্দ্রশেখর প্রতারণা মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নাম জড়িয়েছে নোরা ফতেহির
এখন ২০০ কোটি টাকার সুকেশ চন্দ্রশেখর প্রতারণা মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নাম জড়িয়েছে নোরা ফতেহির
advertisement
advertisement
advertisement