Guess the Actress: অভাগা অভিনেত্রী! বিয়ের পর গোপনে শালির সঙ্গে..., হাতেনাতে ধরে ফেলেন নায়িকা, অসহ্য নরকযন্ত্রণায় অকালে জীবনটাই শেষ নায়িকার, চিনতে পারলেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Actress: জীবনের শেষ মুহূর্তটা অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্যেই কাটিয়েছেন অভিনেত্রী। বারবার ফোন করেও সাড়া না পাওয়ার পরই তাঁর ছেলে তাঁর মৃত্যুর খবর পায়।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যক্তিগত জীবনে ললিতাকে কোনওদিনও সুখ পাননি। প্রযোজক গণপতরাও পাওয়ারের সঙ্গে তার প্রথম বিবাহ হয়৷ কিন্তু তার স্বামী ছোট বোনের সঙ্গে গোপনে সম্পর্ক করেন, যার ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার গুপ্তের সঙ্গে সাহচর্য পান এবং তাদের জয় পাওয়ার নামে একটি পুত্র সন্তান হয়।
advertisement
advertisement
১৯৯৮ সালে ললিতা পাওয়ার মারা যান, জীবনের শেষ মুহূর্তটা অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্যেই কাটিয়েছেন অভিনেত্রী। বারবার ফোন করেও সাড়া না পাওয়ার পরই তাঁর ছেলে তাঁর মৃত্যুর খবর পায়। তাঁর করুণ পরিণতি সত্ত্বেও, ললিতা পাওয়ার আনারি, শ্রী ৪২০ এবং গোরা কুম্ভারের মতো ক্লাসিক চলচ্চিত্রে তার ভূমিকার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন ।