Dewar-Bhabi OnScreen Romance: দাদার আগেই বৌদির সঙ্গে দীর্ঘ চুমু দেওরের! বিয়ে হতেই বদলে গেল সব, তারপর....
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই দু’জন নিজের দেওর ও বৌদি। কিন্তু পর্দায়, তারা রোমান্টিক দৃশ্যে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু এখানে মোড় হল....
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর, তিনি সম্পূর্ণ তামিল ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন। সে আবার সালারের সঙ্গে কাজ করেন। এই ছবিতে মান্নার চরিত্রে রাধা রাম অসাধারণ অভিনয় করেছিলেন। আসলে, প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের পর, এই ছবিতে এই চরিত্রটিই সবচেয়ে বেশি সুযোগের ছিল। আসলে, তেলুগু মানুষ যখন শ্রিয়া রেড্ডির মুখ দেখেন, তখন তাদের পোগারু সিনেমার কথা মনে পড়ে।
advertisement
এই ছবিতে বিশাল খল চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের স্বাভাবিকভাবে ভয় পাইয়ে যায়নি। এই সিনেমায় তিনি ঈশ্বরী চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রিয়া রেড্ডি বর্তমানে পবন কল্যাণের সঙ্গে তেলুগু ছবি ওজিতে কাজ করছেন। এই সিনেমায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। এর সঙ্গে, সালারের সিক্যুয়েলটিও শ্রিয়া রেড্ডির লাইনআপে রয়েছে।