Bollywood Gossip: প্রেমে বড্ড বেশি চাপ দিতেন এই বলিউড হিরো, তাই টিকল না সম্পর্ক, বিখ্যাৎ মহিলা খেলোয়াড়কে নিয়ে বিরাট গুঞ্জন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Famous Affair: তবে প্রেম টেকেনি৷ কারণ ভয়ানক! ওনস্ক্রিন খুব মিষ্টি, হাসিখুশি এই হিরো বাস্তবে খুব গম্ভীর৷
advertisement
advertisement
বহু বছর ধরে টেনিস খেলেছেন। সানিয়া মির্জা টেনিস থেকে অবসর নিলেও তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁর খেলা নিয়ে যতটা চর্চা হয়, তার থেকে দ্বিগুণ চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে৷ বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক৷ গুঞ্জন এক বলি অভিনেতার সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল সানিয়ার। আর সেই হিরো বাস্তবে প্রেমে একটু বেশি হিরোগিরি করে ফেলেছিলেন৷ তাই সম্পর্ক আর এগোয়নি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বহুদিন পরে কফি উইথ করণের একটি শোয়ে এসে শহিদ-সানিয়া নিয়ে কথা হয়৷ সানিয়াকে জিজ্ঞেস করা হয় যে তিন হিরোর সঙ্গে কী করতে চান চিনি৷ যেখানে ৩টি নাম উল্লেখ করেন করণ৷ রণবীর সিং, রণবীর কাপুর, শহিদ কাপুর৷ তখন তিনি বলেন যে রণবীর সিং-এর সঙ্গে তিনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান। রণবীর কপূরকে বিয়ে করতে চান এবং শহিদ কাপুরকে মেরে ফেলতে চান।
advertisement