Bollywood Goosip: বিশাল বড়লোক, দুই প্রজন্মই সুপারস্টার, তাও বাবার পুরনো বাড়ি আঁকড়েই পড়ে দুই ভাই, আসল সত্যি জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷
advertisement
advertisement
advertisement
ধর্মেন্দ্র ববি দেওল এবং সানি দেওল বাড়ি: গত বছর, ২০২৩ দেওল পরিবারের জন্য দারুণ ছিল৷ অনেকদিন বাদে ধর্মেন্দ্র বড়পর্দায় অভিনয় করলেন, যাতে তিনি ফের সকলের নজর কেড়েছেন৷ দ্বিতীয়ত সানির ছবি গদর ২ মেগা সাকসেস৷ এবং তৃতীয়ত অ্যানিম্যাল ছবিতে ববির কামব্যাক! ফলে একই বাড়িতে এভাবে সাফল্য অনেক বছর পরে এসেছিল৷ ফের একবার নজর কাড়েল তিন দেওল, ধর্মেন্দ্র, সানি ও ববি৷
advertisement
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ববি দেওল৷ বাড়িতে বসে সেই সাক্ষাৎকার দেন ববি৷ তিনি জানিয়েছেন তাঁদের বাড়ির অনেক গোপন তথ্য৷ অভিনেতা জানান, তাঁর বাড়ি ৫০ বছর পুরনো, যেখানে ববি দেওল, মামা-মামাতো ভাই-বোনসহ সানি দেওলের পরিবার থাকেন। বাবা ধর্মেন্দ্র যখন জুহুতে থাকেন, তিনিও এই বাড়িতে থাকেন।
advertisement
advertisement
ববিকে শীঘ্রই একটি দক্ষিণের ছবিতে দেখা যাবে, যেখানে অভিনেতা সূর্য মুখ্য ভূমিকায় রয়েছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সূর্যকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ববি দেওলকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এই ছবির বাজেট ৩৫০ কোটি টাকার বেশি।