Bollywood Goosip: বিশাল বড়লোক, দুই প্রজন্মই সুপারস্টার, তাও বাবার পুরনো বাড়ি আঁকড়েই পড়ে দুই ভাই, আসল সত্যি জানুন

Last Updated:
বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷
1/7
একটিই বাড়ি, তাতে থাকেন ৩ সুপারস্টার, ৩ প্রজন্ম৷ ৫০ বছর ধরে এই প্রাসাদোপম বাড়িতে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতারা৷ সম্পর্কে তাঁর পিতা-পুত্র৷ বিখ্যাত বচ্চন পরিবার নন কিন্তু, তবে এঁরা কম নন৷
একটিই বাড়ি, তাতে থাকেন ৩ সুপারস্টার, ৩ প্রজন্ম৷ ৫০ বছর ধরে এই প্রাসাদোপম বাড়িতে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতারা৷ সম্পর্কে তাঁর পিতা-পুত্র৷ বিখ্যাত বচ্চন পরিবার নন কিন্তু, তবে এঁরা কম নন৷
advertisement
2/7
এখনও এক সঙ্গে থাকেন দেওল পরিবার৷ একই বাড়িতে৷ যৌথ পরিবার৷ বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷ গত ৫০ বছর ধরেই এই বাড়িতে রয়েছে ধর্মেন্দ্র, সানি, ববি৷ কেমন এই বাড়ি? কোথায়?
এখনও এক সঙ্গে থাকেন দেওল পরিবার৷ একই বাড়িতে৷ যৌথ পরিবার৷ বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷ গত ৫০ বছর ধরেই এই বাড়িতে রয়েছে ধর্মেন্দ্র, সানি, ববি৷ কেমন এই বাড়ি? কোথায়?
advertisement
3/7
মুম্বইয়ের বিত্তশালীদের বাসসস্থান জুহুতে রয়েছে এই বিলাশবহুল বাংলো৷ যেখানে বসবাস করেন দেওলরা৷ তবে এখানে থাকেন ধর্মেন্দ্রের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা৷ হেমা মালিনী, ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী জুহুর বাড়িতে থাকেন না৷
মুম্বইয়ের বিত্তশালীদের বাসসস্থান জুহুতে রয়েছে এই বিলাশবহুল বাংলো৷ যেখানে বসবাস করেন দেওলরা৷ তবে এখানে থাকেন ধর্মেন্দ্রের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা৷ হেমা মালিনী, ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী জুহুর বাড়িতে থাকেন না৷
advertisement
4/7
ধর্মেন্দ্র ববি দেওল এবং সানি দেওল বাড়ি: গত বছর, ২০২৩ দেওল পরিবারের জন্য দারুণ ছিল৷ অনেকদিন বাদে ধর্মেন্দ্র বড়পর্দায় অভিনয় করলেন, যাতে তিনি ফের সকলের নজর কেড়েছেন৷ দ্বিতীয়ত সানির ছবি গদর ২ মেগা সাকসেস৷ এবং তৃতীয়ত অ্যানিম্যাল ছবিতে ববির কামব্যাক! ফলে একই বাড়িতে এভাবে সাফল্য অনেক বছর পরে এসেছিল৷ ফের একবার নজর কাড়েল তিন দেওল, ধর্মেন্দ্র, সানি ও ববি৷
ধর্মেন্দ্র ববি দেওল এবং সানি দেওল বাড়ি: গত বছর, ২০২৩ দেওল পরিবারের জন্য দারুণ ছিল৷ অনেকদিন বাদে ধর্মেন্দ্র বড়পর্দায় অভিনয় করলেন, যাতে তিনি ফের সকলের নজর কেড়েছেন৷ দ্বিতীয়ত সানির ছবি গদর ২ মেগা সাকসেস৷ এবং তৃতীয়ত অ্যানিম্যাল ছবিতে ববির কামব্যাক! ফলে একই বাড়িতে এভাবে সাফল্য অনেক বছর পরে এসেছিল৷ ফের একবার নজর কাড়েল তিন দেওল, ধর্মেন্দ্র, সানি ও ববি৷
advertisement
5/7
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ববি দেওল৷ বাড়িতে বসে সেই সাক্ষাৎকার দেন ববি৷ তিনি জানিয়েছেন তাঁদের বাড়ির অনেক গোপন তথ্য৷ অভিনেতা জানান, তাঁর বাড়ি ৫০ বছর পুরনো, যেখানে ববি দেওল, মামা-মামাতো ভাই-বোনসহ সানি দেওলের পরিবার থাকেন। বাবা ধর্মেন্দ্র যখন জুহুতে থাকেন, তিনিও এই বাড়িতে থাকেন।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ববি দেওল৷ বাড়িতে বসে সেই সাক্ষাৎকার দেন ববি৷ তিনি জানিয়েছেন তাঁদের বাড়ির অনেক গোপন তথ্য৷ অভিনেতা জানান, তাঁর বাড়ি ৫০ বছর পুরনো, যেখানে ববি দেওল, মামা-মামাতো ভাই-বোনসহ সানি দেওলের পরিবার থাকেন। বাবা ধর্মেন্দ্র যখন জুহুতে থাকেন, তিনিও এই বাড়িতে থাকেন।
advertisement
6/7
ববি জানিয়েছেন, বাড়ির বেশির ভাগই ইন্টিরিয়ার তৈরি করেছেন তাঁর স্ত্রী তানিয়া দেওল। বাড়ির ভিতরের অংশে হালকা রঙের কাঠের আসবাবপত্র এবং প্রচুর ভারতীয় শিল্প ও নিদর্শন রয়েছে। কাঠের মেঝে এবং কাঁচের দরজা সহ বাড়িটি আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ।
ববি জানিয়েছেন, বাড়ির বেশির ভাগই ইন্টিরিয়ার তৈরি করেছেন তাঁর স্ত্রী তানিয়া দেওল। বাড়ির ভিতরের অংশে হালকা রঙের কাঠের আসবাবপত্র এবং প্রচুর ভারতীয় শিল্প ও নিদর্শন রয়েছে। কাঠের মেঝে এবং কাঁচের দরজা সহ বাড়িটি আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ।
advertisement
7/7
ববিকে শীঘ্রই একটি দক্ষিণের ছবিতে দেখা যাবে, যেখানে অভিনেতা সূর্য মুখ্য ভূমিকায় রয়েছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সূর্যকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ববি দেওলকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এই ছবির বাজেট ৩৫০ কোটি টাকার বেশি।
ববিকে শীঘ্রই একটি দক্ষিণের ছবিতে দেখা যাবে, যেখানে অভিনেতা সূর্য মুখ্য ভূমিকায় রয়েছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সূর্যকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ববি দেওলকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এই ছবির বাজেট ৩৫০ কোটি টাকার বেশি।
advertisement
advertisement
advertisement