হৃতিক কিংবা ঐশ্বর্যর মতো তারকার পিছনে নাচতেন, পরে সেই যুবকই বসেছিলেন বি-টাউনের নামীদামি সুপারস্টারের আসনে; চিনতে পারছেন কি তাঁকে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বলিউডে প্রথমেই অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু হয়নি তাঁর। বরং ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই শুরু হয়েছিল যাত্রা। এমনকী তিনি এ-ও জানিয়েছিলেন যে, তিনি এমন ডান্স সিকোয়েন্সে অংশগ্রহণ করেছিলেন, যেখানে হৃতিক রোশন কিংবা ঐশ্বর্য রাই বচ্চনের মতো বলিউডের প্রথম সারির তারকারা ছিলেন।
বি-টাউনে এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা এক সময় ছোটখাটো কাজ করেছেন। অথচ কালক্রমে শো-বিজের দুনিয়ায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর দাপিয়ে রাজত্ব করেছেন বলিউডকে। আজ এমনই একজন অভিনেতার কথাই বলব। দেখতে যেমন সুদর্শন, তেমন তাঁর অতুলনীয় ব্যক্তিত্ব। সেই সঙ্গে নাচেও তাঁকে টেক্কা দেওয়া মুশকিল। তবে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করার আগে নিজের অভিনয় দক্ষতা শানিয়ে নেওয়ার জন্য যোগ দিয়েছিলেন থিয়েটারে।
advertisement
advertisement
এই অভিনেতা নিজের যাত্রা শুরু করেছিলেন পটনা থেকে। ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ সম্পূর্ণ করেই নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছিলেন তিনি। এতক্ষণে সকলেই বুঝে গিয়েছেন যে, কোন সুপারস্টারের কথা এখানে বলা হচ্ছে। তা-ও বলে দিই যে, এখানে কথা হচ্ছে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। বোঝাই যাচ্ছে, গ্ল্যামারের দুনিয়ায় পা রাখাটা তাঁর জন্য বেশ মুশকিলই ছিল। কারণ তিনি কোনও স্টার-কিড তো আর ছিলেন না।
advertisement
advertisement
advertisement
২০০৮ সালে নাদিরা বব্বরের থিয়েটার গ্রুপের হাত ধরে শো-বিজের দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর টেলিভিশনে সুযোগ পান অভিনেতা। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে অভিনয়ের প্রথম সুযোগ। তারপর বালাজি টেলিফিল্ম স-এর ‘পবিত্র রিশতা’-য় মুখ্য ভূমিকায় অভিনয় করে যেন ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সুশান্ত।
advertisement
এরপর অভিষেক কাপুরের ‘কাই পো চে’ ছবির হাত ধরে অভিনেতার বলিউড যাত্রার সুযোগ আসে। পরে তিনি অবশ্য ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী!’ এবং ‘এম.এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মতো ছবিতে দুর্ধর্ষ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সুশান্ত। ফলে বলিউডি সাম্রাজ্যে তাঁর পায়ের তলার জমিটাও পাকা হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
বলিউডের সাম্রাজ্যে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। অথচ কম বয়সেই সমস্ত কাজ বাকি রেখেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। আসলে ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাসভবনেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সুশান্তকে। আর তাঁর এহেন মর্মান্তিক মৃত্যু মেনে নিতেই পারেননি কেউ। এমনকী আজও সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে লড়াই করছে তাঁর পরিবার।