Guess the Celebrity: অভাগা নায়িকা! ১ নয়, ৩ জন বিবাহিত পুরুষসঙ্গীর সঙ্গেই...! নিজের এক ভুলেই চরম সর্বনাশ, ভারতীয় ক্রিকেটারের প্রেমিকার জীবনটাই শেষ অকালে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: চলচ্চিত্র কেরিয়ারে তিনবার বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্যও সংবাদে ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে ছিল যে, তাঁর প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল।
advertisement
শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন এবং অক্ষয় কুমার, ৯০-এর দশকে প্রতিটি তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। একটা সময় তিনি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেমন। সলমন খান থেকে অজয় দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন। কিন্তু এক সময় অভিনয় ছেড়ে রাজনীতির জগতে যোগ দেন। তিনি হলেন ৯০-এর দশকে সুপারহিট অভিনেত্রী নাগমা৷
advertisement
advertisement
নাগমা তাঁর চলচ্চিত্র কেরিয়ারে তিনবার বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্যও সংবাদে ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে ছিল যে, তাঁর প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল কিন্তু অভিনয় জগতের এত মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরেও নাগমা বিয়ে করেননি৷ আজও ৪৯ বছর বয়সে নাগমা একাকী জীবন কাটাচ্ছেন।
advertisement
advertisement
মাত্র ১৬ বছর বয়সে সলমন খানের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। নাগমা ১৯৯০ সালে 'বাঘি: অ্যা রেবেল ফর লাভ' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিষেক চলচ্চিত্রের পর তিনি চলচ্চিত্রে প্রচুর কাজ পান। আত্মপ্রকাশের পর, তিনি 'ধর্মাত্ম ', 'খুনি ', 'পুলিশ ' এবং 'মুজরিম ', 'ইয়ালগার ', 'অশ্বমেধাম'-এর মতো ছবিতে তাঁর অভিনয় দক্ষতা ছড়িয়ে দেন।
advertisement
advertisement