Bollywood Actress: বিয়ে-ডিভোর্সের পরও মেলেনি সুখ, চরম যৌন আবেদনে তোলপাড় করা এই 'ন্যাশনাল ক্রাশ' এখন কোথায়?

Last Updated:
Bollywood Actress: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর কেরিয়ারটাও যন্ত্রণায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে৷ মাত্র ৫-৬ বছরের মধ্যে কেরিয়ারে ইতি টেনেছেন কবীর কন্যা পূজা বেদী৷
1/6
সালটা ১৯৯১৷  মার্ক রবিনসনের সঙ্গে কন্ডোমের  বিজ্ঞাপনে গোটা দেশে রাতারাতি ঝড় তুলেছিলেন কবীর বেদির কন্যা পূজা বেদি৷  পূজার হটনেসে কেঁপে উঠেছিল হাজারো পুরুষ৷ সারা দেশজুড়ে যেন আলোড়ন ফেলেছিল বিজ্ঞাপনটি৷ এমনকী একটা সময় নিষিদ্ধও করে দিয়েছিল বিজ্ঞাপনটি৷
সালটা ১৯৯১৷ মার্ক রবিনসনের সঙ্গে কন্ডোমের বিজ্ঞাপনে গোটা দেশে রাতারাতি ঝড় তুলেছিলেন কবীর বেদির কন্যা পূজা বেদি৷ পূজার হটনেসে কেঁপে উঠেছিল হাজারো পুরুষ৷ সারা দেশজুড়ে যেন আলোড়ন ফেলেছিল বিজ্ঞাপনটি৷ এমনকী একটা সময় নিষিদ্ধও করে দিয়েছিল বিজ্ঞাপনটি৷
advertisement
2/6
সাদা ক্রপটপে বিভাজিকা উন্মুক্ত পূজাকে দেখার জন্য মুখিয়ে থাকতেন সকলে৷ এই বিজ্ঞাপন দিয়েই রাতারাতি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিলেন পূজা৷ বলতে গেলে এই কন্ডোমের বিজ্ঞাপনটি তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' বানিয়েছিল৷
সাদা ক্রপটপে বিভাজিকা উন্মুক্ত পূজাকে দেখার জন্য মুখিয়ে থাকতেন সকলে৷ এই বিজ্ঞাপন দিয়েই রাতারাতি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিলেন পূজা৷ বলতে গেলে এই কন্ডোমের বিজ্ঞাপনটি তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' বানিয়েছিল৷
advertisement
3/6
ঠিক তার পরের বছর ১৯৯২ সালে  'জো জিতা ওহি সিকান্দার' ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেন পূজা৷ ছবিটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল৷ সেই ছবি মুক্তির ৫-৬ বছর পরই চলচ্চিত্র দুনিয়া পুরোপুরি সরে যান অভিনেত্রী৷
ঠিক তার পরের বছর ১৯৯২ সালে 'জো জিতা ওহি সিকান্দার' ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেন পূজা৷ ছবিটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল৷ সেই ছবি মুক্তির ৫-৬ বছর পরই চলচ্চিত্র দুনিয়া পুরোপুরি সরে যান অভিনেত্রী৷
advertisement
4/6
কেরিয়ারে শুধু নয় বরং নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে৷ ভালবাসাকে মনে প্রাণে পাওয়ার জন্য নিজের ধর্ম পর্যন্তও পাল্টে ফেলেছিলেন পূজা৷ তারপরও বিয়ে টেকেনি অভিনেত্রী৷ ডিভোর্সের পর ফের বি-টাউনে ফিরে আসেন নায়িকা৷
কেরিয়ারে শুধু নয় বরং নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে৷ ভালবাসাকে মনে প্রাণে পাওয়ার জন্য নিজের ধর্ম পর্যন্তও পাল্টে ফেলেছিলেন পূজা৷ তারপরও বিয়ে টেকেনি অভিনেত্রী৷ ডিভোর্সের পর ফের বি-টাউনে ফিরে আসেন নায়িকা৷
advertisement
5/6
বাবা কবীর বেদিকে নিয়ে নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পূজা বেদী৷  একাধিক অভিনেত্রীর সঙ্গে বাবার প্রেম এমনকী, ৭০ বছর বয়সেও নিজের মেয়ের চেয়েও বয়সে ছোট মেয়েকে চতুর্থবার বিয়ে করেন কবীর বেদী৷ যার কারণে লজ্জায় মুখ দেখানো দায় হয়েছিল৷
বাবা কবীর বেদিকে নিয়ে নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পূজা বেদী৷ একাধিক অভিনেত্রীর সঙ্গে বাবার প্রেম এমনকী, ৭০ বছর বয়সেও নিজের মেয়ের চেয়েও বয়সে ছোট মেয়েকে চতুর্থবার বিয়ে করেন কবীর বেদী৷ যার কারণে লজ্জায় মুখ দেখানো দায় হয়েছিল৷
advertisement
6/6
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর কেরিয়ারটাও যন্ত্রণায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে৷ মাত্র ৫-৬ বছরের মধ্যে কেরিয়ারে ইতি টেনেছেন কবীর কন্যা পূজা বেদী৷ তবে সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী৷
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর কেরিয়ারটাও যন্ত্রণায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে৷ মাত্র ৫-৬ বছরের মধ্যে কেরিয়ারে ইতি টেনেছেন কবীর কন্যা পূজা বেদী৷ তবে সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement