শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন, এখন অল্লু অর্জুন, রণবীর কাপুরদের চেয়েও ধনী! এই অভিনেতাকে চেনেন?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Guess The Celebrity From Main Hoon Na Movie: অভিনেতা-পরিচালক সঞ্জয় খানের ছেলে এবং ফিরোজ খানের ভাইপো। ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তখন বয়স মাত্র ২২ বছর।
advertisement
advertisement
‘ম্যায় হুঁ না’-এর পর জায়েদের আর কোনও ছবিই সে ভাবে চলেনি। এক পর্যায়ে বলিউড থেকে হারিয়ে যান জায়েদ। শুরু করেন ব্যবসা। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি রয়েছে। স্টার্টআপ এবং বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করতে শুরু করেন জায়েদ। সাফল্যও পান। ইটি নাউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে তাঁর মোট সম্পত্তি পৌঁছয় ১,৫০০ কোটি টাকায়।
advertisement
advertisement
advertisement
২০০৩ সালে তাঁর প্রথম ছবি ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সেভাবে চলেনি। ‘ম্যায় হুঁ না’ ছবিতে লাকির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এক উচ্ছ্বল কিন্তু উদাসীন তরুণ। ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘দুস’, ‘শাদি নং ১’, ‘ব্লু’-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্তু কোনওটাই বক্সঅফিসে সেভাবে ঝড় তুলতে পারেনি। ধীরে ধীরে স্পটলাইট থেকে সরে যান জায়েদ।
advertisement