Bollywood Gossip: দ্রৌপদীর রোলে না করে আমিরের সঙ্গে চুটিয়ে করেন রোম্যান্স, সেই নায়িকাই আজ বিশ্বখ্যাত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি নির্বাচিত হন, কিন্তু একটি ছবিতে কাজ করার জন্য তাঁকে মহাভারতের অফার ছেড়ে দিতে হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
জুহি চাওলা বলেন, 'আমি বিআর চোপড়া স্যারের সঙ্গে দেখা করেছি। তাঁর আচরণ অত্যন্ত ভাল ছিল। তিনি আমাকে অনেক সম্মান দিয়েছেন। দ্রৌপদীর চরিত্রের জন্য তিনি আমার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। এমনকি আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি যখন কেয়ামত সে কেয়ামত তক সই করেছি তখন৷ তখন তিনি আমাকে আমার শো না করতে বলেছিলেন। টিভি ছেড়ে ফিল্মে কাজ করতে বলেন।
advertisement
advertisement
যে 'কেয়ামত সে কেয়ামত তক' ছিল ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক প্রেমের গল্প, যেখানে আমির খান এবং জুহি চাওলার রসায়ন ছিল। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। এটি পরিচালনা করেছেন মনসুর আলী খান। ছবির ৬টি গান সুপারহিট হয়, যা আজও সমানভাবে জনপ্রিয়। অ্যালবামের এক কোটি ক্যাসেট বিক্রি হয়েছে বলে জানা যায়। 'কেয়ামত সে কেয়ামত তক'-এর সাফল্য জুহি চাওলাকে রাতারাতি তারকা বানায়।