৭ কোটির বাজেটে মুনাফা হয়েছে ১২০০% ! ছোট বাজেটের হলেও গুঁড়িয়ে দিয়েছে ‘ছাভা’-র রেকর্ডও, চলতি বছরের সবথেকে বড় ব্লকবাস্টার ছবির নাম জানেন কি?

Last Updated:
এই ছবিটির বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। কিন্তু এর মুনাফা ১২০০ শতাংশ বেশি। বলা ভাল, এই ছবির সামনে একেবারে গুঁড়িয়ে গিয়েছে ‘ছাভা’। 
1/5
চলতি বছরটা বক্স অফিসের ব্যবসার দিক থেকে একেবারেই ভাল যাচ্ছে না। বেশির ভাগ ছবিই হিটের মুখ দেখছে না। কয়েকটা মাত্র ছবিই ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি হল ‘ছাভা’!  কিন্তু আমরা যদি ভারতীয় প্রেক্ষাপটের কথা ধরি, তাহলে দেখা যাবে যে, ‘ছাভা’ ছবির রেকর্ড একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছোট বাজেটের একটি ছবিই। এই ছবিটির বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। কিন্তু এর মুনাফা ১২০০ শতাংশ বেশি।
চলতি বছরটা বক্স অফিসের ব্যবসার দিক থেকে একেবারেই ভাল যাচ্ছে না। বেশির ভাগ ছবিই হিটের মুখ দেখছে না। কয়েকটা মাত্র ছবিই ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি হল ‘ছাভা’!  কিন্তু আমরা যদি ভারতীয় প্রেক্ষাপটের কথা ধরি, তাহলে দেখা যাবে যে, ‘ছাভা’ ছবির রেকর্ড একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছোট বাজেটের একটি ছবিই। এই ছবিটির বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। কিন্তু এর মুনাফা ১২০০ শতাংশ বেশি।
advertisement
2/5
বলা ভাল, এই ছবির সামনে একেবারে গুঁড়িয়ে গিয়েছে ‘ছাভা’।  সুপারহিট এই তামিল ছবিটির নাম হল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। এই ছবিটি শুধু বক্স অফিসে সুপারহিটই হয়নি, তার পাশাপাশি বক্স অফিসে বড়সড় ছাপ ফেলে গিয়েছে। অথচ ছবিটির গল্প মনকে একেবারে ফুরফুরে করে দেবে। তবে বলাই যায় যে, এই ছবিটি সকলের দেখা উচিত।  তামিল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ ছবির বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছেন অভিষণ জীবিত। সারা বিশ্বের বক্স অফিসে এই ছবিটি আয় করেছে প্রায় ৯০ কোটি টাকা। মুনাফার দিক থেকে এক নম্বর ছবি হয়ে উঠেছিল এটি। 
বলা ভাল, এই ছবির সামনে একেবারে গুঁড়িয়ে গিয়েছে ‘ছাভা’।  সুপারহিট এই তামিল ছবিটির নাম হল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। এই ছবিটি শুধু বক্স অফিসে সুপারহিটই হয়নি, তার পাশাপাশি বক্স অফিসে বড়সড় ছাপ ফেলে গিয়েছে। অথচ ছবিটির গল্প মনকে একেবারে ফুরফুরে করে দেবে। তবে বলাই যায় যে, এই ছবিটি সকলের দেখা উচিত।  তামিল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ ছবির বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছেন অভিষণ জীবিত। সারা বিশ্বের বক্স অফিসে এই ছবিটি আয় করেছে প্রায় ৯০ কোটি টাকা। মুনাফার দিক থেকে এক নম্বর ছবি হয়ে উঠেছিল এটি।
advertisement
3/5
আসলে লাইফ কমেডি ড্রামা ঘরাণার এক টুকরো অংশ ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। মিঠুন জয়শঙ্কর, কমলেশ জগন, এম শশীকুমারের মতো একাধিক তারকা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। প্রথম সপ্তাহেই আয়ের নিরিখে এই ব্লকবাস্টার ছবির ঝুলিতে এসেছিল ২৩ কোটি টাকা। শুধুমাত্র মুখের কথার জোরেই দুর্ধর্ষ ব্যবসা করেছিল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’।
আসলে লাইফ কমেডি ড্রামা ঘরাণার এক টুকরো অংশ ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। মিঠুন জয়শঙ্কর, কমলেশ জগন, এম শশীকুমারের মতো একাধিক তারকা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। প্রথম সপ্তাহেই আয়ের নিরিখে এই ব্লকবাস্টার ছবির ঝুলিতে এসেছিল ২৩ কোটি টাকা। শুধুমাত্র মুখের কথার জোরেই দুর্ধর্ষ ব্যবসা করেছিল ‘ট্যুরিস্ট ফ্যামিলি’।
advertisement
4/5
ভারতে এই ছবিটি আয় করেছিল ৬২ কোটি টাকা এবং সারা বিশ্বে এর রোজগার ছিল ৯০ কোটি টাকা। এদিকে চলতি বছরের সবথেকে বেশি আয়কারী ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘ছাভা’। ইতিমধ্যেই এই ছবিটি ৮০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। যেখানে এই ছবি তৈরির বাজেট ছিল মাত্র ৯০ কোটি টাকা। অর্থাৎ এই ছবির ক্ষেত্রে মুনাফা হয়েছে প্রায় ৮০০ শতাংশ। সেখানে তামিল ছবি ‘ট্যুরিস্ট ফ্যামিলি’-র মুনাফা হয়েছে ১২০০ শতাংশ। আর সেই হিসেবে দেখতে গেলে সবথেকে বেশি মুনাফা হয়েছে তামিল ছবিটিরই। 
ভারতে এই ছবিটি আয় করেছিল ৬২ কোটি টাকা এবং সারা বিশ্বে এর রোজগার ছিল ৯০ কোটি টাকা। এদিকে চলতি বছরের সবথেকে বেশি আয়কারী ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘ছাভা’। ইতিমধ্যেই এই ছবিটি ৮০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। যেখানে এই ছবি তৈরির বাজেট ছিল মাত্র ৯০ কোটি টাকা। অর্থাৎ এই ছবির ক্ষেত্রে মুনাফা হয়েছে প্রায় ৮০০ শতাংশ। সেখানে তামিল ছবি ‘ট্যুরিস্ট ফ্যামিলি’-র মুনাফা হয়েছে ১২০০ শতাংশ। আর সেই হিসেবে দেখতে গেলে সবথেকে বেশি মুনাফা হয়েছে তামিল ছবিটিরই।
advertisement
5/5
২০২৫ সালের কিছু ছবি রয়েছে, যা বাজেট অতিক্রম করতে পারেনি। উদাহরণ হিসেবে বলতে গেলে, অতিরিক্ত বাজেটের কারণে সাফল্যের মুখ দেখতে পারেনি ‘হাউজফুল ৫’। এটি আয় করেছে ৩০০ কোটি টাকা। কিন্তু মুনাফা তেমন করতে পারেনি। একই অবস্থা হয়েছে সলমন খানের ‘সিকন্দর’ ছবিরও। আবার এদিকে আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির বাজেট ছিল ৬৫ কোটি টাকা। যা সারা বিশ্বে ২৬০ কোটি টাকা আয় করেছে। এটি মাত্র ৩০০ শতাংশ মুনাফা করতে পেরেছে। 
২০২৫ সালের কিছু ছবি রয়েছে, যা বাজেট অতিক্রম করতে পারেনি। উদাহরণ হিসেবে বলতে গেলে, অতিরিক্ত বাজেটের কারণে সাফল্যের মুখ দেখতে পারেনি ‘হাউজফুল ৫’। এটি আয় করেছে ৩০০ কোটি টাকা। কিন্তু মুনাফা তেমন করতে পারেনি। একই অবস্থা হয়েছে সলমন খানের ‘সিকন্দর’ ছবিরও। আবার এদিকে আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির বাজেট ছিল ৬৫ কোটি টাকা। যা সারা বিশ্বে ২৬০ কোটি টাকা আয় করেছে। এটি মাত্র ৩০০ শতাংশ মুনাফা করতে পেরেছে।
advertisement
advertisement
advertisement