RIP Das Dada: সবার প্রিয় ‘দাস দাদা’ আর নেই, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কপিল শর্মা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kapil Sharma Show’s photographer Das Dada passes away: দাস দাদাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কপিলের ৷ তিনি লেখেন, ‘‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পিছনের আত্মা ছিলেন।’’
advertisement
advertisement
দাস দাদাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কপিলের ৷ তিনি লেখেন, ‘‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পিছনের আত্মা ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। দাস দাদা একজন নিপাট ভদ্রলোক ছিলেন। সবসময় হাসিমুখে থাকতেন। আমাদের পাশে থাকতেন। ভীষণ মিস করবো দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রতিটি হৃদয়ে।’’
advertisement
advertisement