RIP Das Dada: সবার প্রিয় ‘দাস দাদা’ আর নেই, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কপিল শর্মা

Last Updated:
Kapil Sharma Show’s photographer Das Dada passes away: দাস দাদাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কপিলের ৷ তিনি লেখেন, ‘‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পিছনের আত্মা ছিলেন।’’
1/5
কপিল শর্মা শো-এর পরিবারে দুঃসংবাদ। কাছের মানুষকে হারালেন তাঁরা। দীর্ঘদিনের সঙ্গী ফটোগ্রাফার দাস দাদাকে হারিয়ে শোকস্তব্ধ কপিল।
কপিল শর্মা শো-এর পরিবারে দুঃসংবাদ। কাছের মানুষকে হারালেন তাঁরা। দীর্ঘদিনের সঙ্গী ফটোগ্রাফার দাস দাদাকে হারিয়ে শোকস্তব্ধ কপিল।
advertisement
2/5
কপিলের শোয়ের দীর্ঘদিনের সঙ্গী ফটোগ্রাফার দাস দাদা (Das Dada), যাঁর আসল নাম কৃষ্ণ দাস, প্রয়াত হয়েছেন। প্রিয় দাসদাদার মৃত্যুতে শোকাহত সকলেই। ক্যামেরার পিছনের এক প্রিয় মুখ ছিলেন দাস দাদা, সম্প্রতি আচমকাই মৃত্যু হয়েছে তাঁর।
কপিলের শোয়ের দীর্ঘদিনের সঙ্গী ফটোগ্রাফার দাস দাদা (Das Dada), যাঁর আসল নাম কৃষ্ণ দাস, প্রয়াত হয়েছেন। প্রিয় দাসদাদার মৃত্যুতে শোকাহত সকলেই। ক্যামেরার পিছনের এক প্রিয় মুখ ছিলেন দাস দাদা, সম্প্রতি আচমকাই মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
3/5
দাস দাদাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কপিলের ৷ তিনি লেখেন, ‘‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পিছনের আত্মা ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। দাস দাদা একজন নিপাট ভদ্রলোক ছিলেন। সবসময় হাসিমুখে থাকতেন। আমাদের পাশে থাকতেন। ভীষণ মিস করবো দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রতিটি হৃদয়ে।’’
দাস দাদাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কপিলের ৷ তিনি লেখেন, ‘‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পিছনের আত্মা ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। দাস দাদা একজন নিপাট ভদ্রলোক ছিলেন। সবসময় হাসিমুখে থাকতেন। আমাদের পাশে থাকতেন। ভীষণ মিস করবো দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রতিটি হৃদয়ে।’’
advertisement
4/5
বছরের পর বছর ধরে দাস দাদার তোলা অনেক স্মৃতিই এখন তাঁর রেখে যাওয়া চিহ্ন। তাঁর এই আকস্মিক চলে যাওয়ায় শো-এর অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা গভীরভাবে শোকাহত, বিশেষ করে কমেডিয়ান ও অভিনেতা কিকু শারদা, যিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর শোক প্রকাশ করেছেন।
বছরের পর বছর ধরে দাস দাদার তোলা অনেক স্মৃতিই এখন তাঁর রেখে যাওয়া চিহ্ন। তাঁর এই আকস্মিক চলে যাওয়ায় শো-এর অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা গভীরভাবে শোকাহত, বিশেষ করে কমেডিয়ান ও অভিনেতা কিকু শারদা, যিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর শোক প্রকাশ করেছেন।
advertisement
5/5
কিকু শারদা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমরা তোমাকে খুব মিস করব দাস দাদা।’ প্রসঙ্গত, ২০১৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কৃত হয়েছিলেন কপিল শর্মার এই দাস দাদা। (File Photo)
কিকু শারদা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমরা তোমাকে খুব মিস করব দাস দাদা।’ প্রসঙ্গত, ২০১৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কৃত হয়েছিলেন কপিল শর্মার এই দাস দাদা। (File Photo)
advertisement
advertisement
advertisement