Thalapathy Vijay: রুপোলি পর্দার পাশাপাশি বাস্তবেও তিনি ‘নায়ক’; বিজয় থলপতির কাছে আর্থিক সাহায্যের আর্জি জানালেন দরিদ্র বৃদ্ধ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
তামিল অভিনেতা বিজয় এবং তাঁর পিপলস মুভমেন্ট-কে কখনও কখনও অভাবগ্রস্ত, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়। অর্থাৎ সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন তাঁরা।
দক্ষিণী ছবির দুনিয়ার নামকরা তারকা থলপতি বিজয়। রুপোলি দুনিয়ার নায়ক কিন্তু বাস্তব জীবনেও বহু মানুষের কাছে বহু বার ‘নায়ক’ হয়ে উঠেছেন। তামিল অভিনেতা বিজয় এবং তাঁর পিপলস মুভমেন্ট-কে কখনও কখনও অভাবগ্রস্ত, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়। অর্থাৎ সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন তাঁরা। বিজয়ের এই আন্দোলনের নাম হল ‘বিজয় মাক্কাল ইয়াক্কম’। যা দীর্ঘ সময় ধরে মানবসেবায় নিয়োজিত।
advertisement
advertisement
advertisement
ওই বৈঠকেই আর্থিক সাহায্যের আর্জি জানান দরিদ্র ওই বৃদ্ধ। তিনি বলেন, তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী এবং পুত্র। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা প্রচুর ঋণ নিয়ে ফেলেছেন। তিনি আরও জানান, তাঁরা সকলে মিলে যা আয় করেন, তা ঋণের উপর সুদ দিতেই চলে যায়। তাই অভিনেতা বিজয়ের কাছে ঋণ শোধ করতে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যাতে তাঁর পরিবার সঠিক ভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যও আর্থিক সাহায্য চেয়েছেন।
advertisement
advertisement