Thalapathy Vijay: রুপোলি পর্দার পাশাপাশি বাস্তবেও তিনি ‘নায়ক’; বিজয় থলপতির কাছে আর্থিক সাহায্যের আর্জি জানালেন দরিদ্র বৃদ্ধ

Last Updated:
তামিল অভিনেতা বিজয় এবং তাঁর পিপলস মুভমেন্ট-কে কখনও কখনও অভাবগ্রস্ত, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়। অর্থাৎ সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন তাঁরা।
1/6
দক্ষিণী ছবির দুনিয়ার নামকরা তারকা থলপতি বিজয়। রুপোলি দুনিয়ার নায়ক কিন্তু বাস্তব জীবনেও বহু মানুষের কাছে বহু বার ‘নায়ক’ হয়ে উঠেছেন। তামিল অভিনেতা বিজয় এবং তাঁর পিপলস মুভমেন্ট-কে কখনও কখনও অভাবগ্রস্ত, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়। অর্থাৎ সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন তাঁরা। বিজয়ের এই আন্দোলনের নাম হল ‘বিজয় মাক্কাল ইয়াক্কম’। যা দীর্ঘ সময় ধরে মানবসেবায় নিয়োজিত।
দক্ষিণী ছবির দুনিয়ার নামকরা তারকা থলপতি বিজয়। রুপোলি দুনিয়ার নায়ক কিন্তু বাস্তব জীবনেও বহু মানুষের কাছে বহু বার ‘নায়ক’ হয়ে উঠেছেন। তামিল অভিনেতা বিজয় এবং তাঁর পিপলস মুভমেন্ট-কে কখনও কখনও অভাবগ্রস্ত, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়। অর্থাৎ সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করেন তাঁরা। বিজয়ের এই আন্দোলনের নাম হল ‘বিজয় মাক্কাল ইয়াক্কম’। যা দীর্ঘ সময় ধরে মানবসেবায় নিয়োজিত।
advertisement
2/6
 রুপোলি দুনিয়ার তাবড় তারকা বিজয়ের এহেন দয়ালু স্বভাব দেখে ৭৪ বছর বয়সী এক তামিল বৃদ্ধ সাহায্য চেয়েছেন তাঁর কাছে। ভাদিভেলু নামে ওই বৃদ্ধ দীর্ঘ সময় ধরে তীব্র অনটনের সঙ্গে লড়াই করছেন। এর জন্যই অভিনেতার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।
রুপোলি দুনিয়ার তাবড় তারকা বিজয়ের এহেন দয়ালু স্বভাব দেখে ৭৪ বছর বয়সী এক তামিল বৃদ্ধ সাহায্য চেয়েছেন তাঁর কাছে। ভাদিভেলু নামে ওই বৃদ্ধ দীর্ঘ সময় ধরে তীব্র অনটনের সঙ্গে লড়াই করছেন। এর জন্যই অভিনেতার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।
advertisement
3/6
আসলে গত শনিবার চেন্নাইয়ে পানাইয়ুরের সদর দফতরে বিজয় মাক্কাল ইয়াক্কমের মহিলা দলের বৈঠক চলছিল। সেখানে আরও মহিলা ক্যাডার নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়। ঠিক সেই সময় সেখানে হাজির হন ভাদিভেলু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও।
আসলে গত শনিবার চেন্নাইয়ে পানাইয়ুরের সদর দফতরে বিজয় মাক্কাল ইয়াক্কমের মহিলা দলের বৈঠক চলছিল। সেখানে আরও মহিলা ক্যাডার নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়। ঠিক সেই সময় সেখানে হাজির হন ভাদিভেলু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও।
advertisement
4/6
ওই বৈঠকেই আর্থিক সাহায্যের আর্জি জানান দরিদ্র ওই বৃদ্ধ।   তিনি বলেন, তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী এবং পুত্র। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা প্রচুর ঋণ নিয়ে ফেলেছেন। তিনি আরও জানান, তাঁরা সকলে মিলে যা আয় করেন, তা ঋণের উপর সুদ দিতেই চলে যায়। তাই অভিনেতা বিজয়ের কাছে ঋণ শোধ করতে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যাতে তাঁর পরিবার সঠিক ভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যও আর্থিক সাহায্য চেয়েছেন।
ওই বৈঠকেই আর্থিক সাহায্যের আর্জি জানান দরিদ্র ওই বৃদ্ধ। তিনি বলেন, তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী এবং পুত্র। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা প্রচুর ঋণ নিয়ে ফেলেছেন। তিনি আরও জানান, তাঁরা সকলে মিলে যা আয় করেন, তা ঋণের উপর সুদ দিতেই চলে যায়। তাই অভিনেতা বিজয়ের কাছে ঋণ শোধ করতে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যাতে তাঁর পরিবার সঠিক ভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যও আর্থিক সাহায্য চেয়েছেন।
advertisement
5/6
ওই বৃদ্ধ আরও বলেন যে, তিনি মোট ৫ বার অভিনেতা বিজয় থলপতির সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিলেন। এর জন্য দুবার অভিনেতার বাসভবনেও গিয়েছিলেন। আর বাকি তিন বার গিয়েছিলেন পানাইয়ুরের দফতরে। কিন্তু সেই ৫ বারই তাঁকে বলা হয়েছে যে, বিজয় অনুপস্থিত।
ওই বৃদ্ধ আরও বলেন যে, তিনি মোট ৫ বার অভিনেতা বিজয় থলপতির সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিলেন। এর জন্য দুবার অভিনেতার বাসভবনেও গিয়েছিলেন। আর বাকি তিন বার গিয়েছিলেন পানাইয়ুরের দফতরে। কিন্তু সেই ৫ বারই তাঁকে বলা হয়েছে যে, বিজয় অনুপস্থিত।
advertisement
6/6
ফলে তাঁর আর অভিনেতার সঙ্গে দেখা হয়নি। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত বিজয় থলপতির তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ওই বৃদ্ধ আদৌ আর্থিক সাহায্য পাবেন কি না, সেটা এখনই স্পষ্ট নয়। আপাতত লোকেশ কানাগারাজ পরিচালিত লিও ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা।
ফলে তাঁর আর অভিনেতার সঙ্গে দেখা হয়নি। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত বিজয় থলপতির তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ওই বৃদ্ধ আদৌ আর্থিক সাহায্য পাবেন কি না, সেটা এখনই স্পষ্ট নয়। আপাতত লোকেশ কানাগারাজ পরিচালিত লিও ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা।
advertisement
advertisement
advertisement