Dalljiet Kaur: বিয়ের ১০ মাসেই অঘটন! পরকীয়া, বিচ্ছেদ, মামলা... এবার স্বামীর বিরুদ্ধে FIR দায়ের নায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dalljiet Kaur: দলজিৎ কৌর এবং নিখিল প্যাটেল ২০২৩ সালের মার্চে গাঁটছড়া বাঁধেন। দু’জনেই এই বছরের শুরুতে, বিয়ের ১০ মাসের মধ্যে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। নিখিলও মে মাসে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এর আগে নিখিল অভিনেত্রীকে আইনি নোটিসও পাঠিয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। প্যাটেল সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় দণ্ডবিধি, ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইন (ভারত) এবং ২০১২ সালের যৌন অপরাধ আইন (ভারত) থেকে শিশুদের সুরক্ষার অধীনে দলজিৎ কৌরের পোস্টগুলি তাঁকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে অভিযুক্ত করেছে। যা কিনা ভুল ছিল বলে তাঁর দাবি।
advertisement