খোলা চুল, খোলা পিঠ, চোখে জাদু, 'বাহুবলী' খ্যাত তমান্নার হাতছানিতে উন্মত্ত নেটপাড়া

Last Updated:
অক্ষয় কুমারের বিপরীতে 'হিম্মতওয়ালা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তমান্না
1/6
কাঁধ ছাপিয়ে চুল, গলায় নবরত্নের হার, খয়েরি ভারী কাজের শাড়িতে মোহময়ী তমান্না ভাটিয়া
কাঁধ ছাপিয়ে চুল, গলায় নবরত্নের হার, খয়েরি ভারী কাজের শাড়িতে মোহময়ী তমান্না ভাটিয়া
advertisement
2/6
২০০৬-এ তেলুগু ছবি ‘দেবাদাসু’-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তমান্না
২০০৬-এ তেলুগু ছবি ‘দেবাদাসু’-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তমান্না
advertisement
3/6
'বাহুবলী' খ্যাত তমান্নার প্রথম ছবিই ছিল 'দেবদাসু'
'বাহুবলী' খ্যাত তমান্নার প্রথম ছবিই ছিল 'দেবদাসু'
advertisement
4/6
অক্ষয় কুমারের বিপরীতে 'হিম্মতওয়ালা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তমান্না, কাজ করেছেন 'এন্টারটেইনমেন্ট'-এও
অক্ষয় কুমারের বিপরীতে 'হিম্মতওয়ালা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তমান্না, কাজ করেছেন 'এন্টারটেইনমেন্ট'-এও
advertisement
5/6
একসময়ে খবর ছিল, পাকিস্তানের ক্রিকেটার আবদুল রজ্জাক-কে বিয়ে করছেন তমান্না
একসময়ে খবর ছিল, পাকিস্তানের ক্রিকেটার আবদুল রজ্জাক-কে বিয়ে করছেন তমান্না
advertisement
6/6
নেপোটিজম বিতর্কে তমান্না বলেন, সিনেমা জগতে প্রবেশের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। তিনি যতটা না আশা করেছিলেন, তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছেন মানুষের থেকে। তাঁর মত, কেউ যদি পরিশ্রমী, গুণী ও কাজের প্রতি ডেডিকেটেড হন, তা হলে যে কোনও পরিস্থিতিতেই তিনি টিঁকে থাকতে পারবেন।
নেপোটিজম বিতর্কে তমান্না বলেন, সিনেমা জগতে প্রবেশের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। তিনি যতটা না আশা করেছিলেন, তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছেন মানুষের থেকে। তাঁর মত, কেউ যদি পরিশ্রমী, গুণী ও কাজের প্রতি ডেডিকেটেড হন, তা হলে যে কোনও পরিস্থিতিতেই তিনি টিঁকে থাকতে পারবেন।
advertisement
advertisement
advertisement