Tamannaah-Vijay Romance: কোলো শুয়ে গলা জড়িয়ে বিজয়কে চরম আদর তমান্নার, 'সিজলিং হট' কেমিস্ট্রিতে বুঁদ নেটপাড়া

Last Updated:
Tamannaah-Vijay Romance: 'লাস্ট স্টোরিজ ২' সিরিজের নির্মাতারা সদ্যই একটি ফোটোশ্যুটের আয়োজন করেছিলেন৷ সেখানেই হট লুকে নজর কেড়েছেন তমান্না ও বিজয়৷ বাস্তবের রোম্যান্স ফুটে উঠেছে ক্যামেরায়৷
1/5
 পর্দার প্রেম এবার বাস্তবে৷  তমান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার রিলেশনশিপ নিয়ে চর্চা চলছেই৷ দিন কয়েক আগেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেছেন৷
পর্দার প্রেম এবার বাস্তবে৷ তমান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার রিলেশনশিপ নিয়ে চর্চা চলছেই৷ দিন কয়েক আগেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেছেন৷
advertisement
2/5
 'লাস্ট স্টোরিজ ২' সিরিজের নির্মাতারা সদ্যই  একটি ফোটোশ্যুটের আয়োজন করেছিলেন৷ সেখানেই হট লুকে নজর কেড়েছেন তমান্না ও বিজয়৷ বাস্তবের রোম্যান্স ফুটে উঠেছে ক্যামেরায়৷
'লাস্ট স্টোরিজ ২' সিরিজের নির্মাতারা সদ্যই একটি ফোটোশ্যুটের আয়োজন করেছিলেন৷ সেখানেই হট লুকে নজর কেড়েছেন তমান্না ও বিজয়৷ বাস্তবের রোম্যান্স ফুটে উঠেছে ক্যামেরায়৷
advertisement
3/5
কালো টুইনিং পোশাকে কখন প্রেমিকার কোলে শুয়ে, কখন আবার প্রেমিকের গলা জড়িয়ে পোজ দিতে দেখা গেছে তাঁদের৷ সিজলিং হট কেমিস্ট্রিতে বুঁদ হয়েছে নেটিজেনরা৷ তারকা জুটির রোম্যান্স দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷
কালো টুইনিং পোশাকে কখন প্রেমিকার কোলে শুয়ে, কখন আবার প্রেমিকের গলা জড়িয়ে পোজ দিতে দেখা গেছে তাঁদের৷ সিজলিং হট কেমিস্ট্রিতে বুঁদ হয়েছে নেটিজেনরা৷ তারকা জুটির রোম্যান্স দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷
advertisement
4/5
বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত  'লাস্ট স্টোরিজ ২'-এ অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন তমান্না৷ ৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷
বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত 'লাস্ট স্টোরিজ ২'-এ অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন তমান্না৷ ৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷
advertisement
5/5
তমান্না ও বিজয়ের হট ফোটোশ্যুট তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ছবি পোস্ট করে সিরিজের নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, 'আপনারা এতদিন ধরে যে কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন সেটা মনে হয় সত্যি হয়ে গেল ৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷'
তমান্না ও বিজয়ের হট ফোটোশ্যুট তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ছবি পোস্ট করে সিরিজের নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, 'আপনারা এতদিন ধরে যে কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন সেটা মনে হয় সত্যি হয়ে গেল ৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷'
advertisement
advertisement
advertisement