Shabaash Mithu: খেলা নিয়ে আর ছবি করব না, মানসিক ভাবে বিধ্বস্ত আমি, সৃজিতের 'সাবাশ মিঠু' নিয়ে তাপসী

Last Updated:
Shabaash Mithu: 'মনমরজিয়া' এবং 'সুরমা'-তে হকি, 'সান্ড কি আঁখ'-এ শুটিং, 'রশমি রকেট'-এ অ্যাথলিট, 'সাবাশ মিঠু'-তে ক্রিকেট, এর পর কোন খেলাকেন্দ্রীক ছবিতে অভিনয় করবেন তাপসী?
1/8
পঙ্কজ ত্রিপাঠীর পর তাপসী পান্নু। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে মাসখানেকের মধ্যে কলকাতায় দুই বলি তারকা। 'শেরদিল'-এর পর 'সাবাশ মিঠু'র প্রচার শুরু।
পঙ্কজ ত্রিপাঠীর পর তাপসী পান্নু। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে মাসখানেকের মধ্যে কলকাতায় দুই বলি তারকা। 'শেরদিল'-এর পর 'সাবাশ মিঠু'র প্রচার শুরু।
advertisement
2/8
কেবল সৃজিত আর তাপসী নন, ছবির মূল নিয়ন্ত্রক ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজও উপস্থিতি হয়েছিলেন এ শহরে। তাঁকে নিয়েই এই ছবির গল্প। তাঁরই জীবনীচিত্র 'সাবাশ মিঠু'।
কেবল সৃজিত আর তাপসী নন, ছবির মূল নিয়ন্ত্রক ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজও উপস্থিতি হয়েছিলেন এ শহরে। তাঁকে নিয়েই এই ছবির গল্প। তাঁরই জীবনীচিত্র 'সাবাশ মিঠু'।
advertisement
3/8
কলকাতায় ইডেন গার্ডেন্সে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তিন তারকা আগামী ছবি নিয়ে কথা বলেন সেখানে। এই ছবিটি শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া এই ছবির পরিচালক। পরে জানা যায়, রাহুল নয়, সৃজিত এই ছবির নির্দেশনা দিচ্ছেন।
কলকাতায় ইডেন গার্ডেন্সে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তিন তারকা আগামী ছবি নিয়ে কথা বলেন সেখানে। এই ছবিটি শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া এই ছবির পরিচালক। পরে জানা যায়, রাহুল নয়, সৃজিত এই ছবির নির্দেশনা দিচ্ছেন।
advertisement
4/8
তাই হল। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে সেই ‘সাবাশ মিঠু’। ছবিতে তাপসীর পাশাপাশি ঝুলনের ভূমিকায় থাকছেন মুমতাজ সরকার। মিতালির ২৩ বছরের লড়াই এই ছবিতে ফুটে উঠবে।
তাই হল। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে সেই ‘সাবাশ মিঠু’। ছবিতে তাপসীর পাশাপাশি ঝুলনের ভূমিকায় থাকছেন মুমতাজ সরকার। মিতালির ২৩ বছরের লড়াই এই ছবিতে ফুটে উঠবে।
advertisement
5/8
সম্মেলনে সৃজিত জানান, তিনি নিজে এক জন ক্রিকেট প্রেমী। খেলা নিয়ে তাঁর উৎসাহ এমনই ছিল যে এই বিভাগে সাংবাদিকতা করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সে শখ আর পূরণ হয়নি। হয়ে গেলেন পরিচালক। কিন্তু খেলা নিয়ে লেখালেখি করেছেন অনেক। তাই এই ছবির সুযোগ আসার পর তিনি উৎফুল্ল হয়ে গিয়েছিলেন।
সম্মেলনে সৃজিত জানান, তিনি নিজে এক জন ক্রিকেট প্রেমী। খেলা নিয়ে তাঁর উৎসাহ এমনই ছিল যে এই বিভাগে সাংবাদিকতা করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সে শখ আর পূরণ হয়নি। হয়ে গেলেন পরিচালক। কিন্তু খেলা নিয়ে লেখালেখি করেছেন অনেক। তাই এই ছবির সুযোগ আসার পর তিনি উৎফুল্ল হয়ে গিয়েছিলেন।
advertisement
6/8
তাপসী বললেন, ''দাদা (সৃজিত) এতই খেলা পাগল লোক, তাই অত ঘাবড়াইনি। জানতাম, ক্রিকেটের খুঁটিনাটি বুঝিয়ে দেবেন সর্ব ক্ষণ আমায়। তাই হয়েছে।''
তাপসী বললেন, ''দাদা (সৃজিত) এতই খেলা পাগল লোক, তাই অত ঘাবড়াইনি। জানতাম, ক্রিকেটের খুঁটিনাটি বুঝিয়ে দেবেন সর্ব ক্ষণ আমায়। তাই হয়েছে।''
advertisement
7/8
তার কারণ তিনি বললেন, ''আমি শারীরিক ভাবে তো বিধ্বস্ত বটেই, মানসিক ভাবেও ক্লান্ত হয়ে পড়েছি। ভুলেই গিয়েছি যে আমি এক অভিনেত্রী। নিজেকে খেলোয়াড়ই মনে হয়।'' (হেসে উঠলেন নায়িকা) তবে রোজ ভোর থেকে খেলার প্র্যক্টিস। তার পর টানা ১২ ঘণ্টা ছবির শ্যুটিং। দিনের কোনও সময়েই বিশ্রাম পাচ্ছেন না তিনি। তাই এখন খেলা থেকে বিরতি চান তিনি।
তার কারণ তিনি বললেন, ''আমি শারীরিক ভাবে তো বিধ্বস্ত বটেই, মানসিক ভাবেও ক্লান্ত হয়ে পড়েছি। ভুলেই গিয়েছি যে আমি এক অভিনেত্রী। নিজেকে খেলোয়াড়ই মনে হয়।'' (হেসে উঠলেন নায়িকা) তবে রোজ ভোর থেকে খেলার প্র্যক্টিস। তার পর টানা ১২ ঘণ্টা ছবির শ্যুটিং। দিনের কোনও সময়েই বিশ্রাম পাচ্ছেন না তিনি। তাই এখন খেলা থেকে বিরতি চান তিনি।
advertisement
8/8
মিতালি জানালেন, তিনি যখন প্রথম শুনলেন, তাঁর জীবনীচিত্রে অভিনয় করবেন তাপসী, তাঁর মনে হয়েছিল, ''অভিনয় তো করে নেবে তাপসী, কিন্তু খেলতে পারবে তো?'' কিন্তু ট্রেলারে তাপসীকে ক্রিকেট খেলতে দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিশ্বাস, ছবিটাও খুবই ভাল হবে।
মিতালি জানালেন, তিনি যখন প্রথম শুনলেন, তাঁর জীবনীচিত্রে অভিনয় করবেন তাপসী, তাঁর মনে হয়েছিল, ''অভিনয় তো করে নেবে তাপসী, কিন্তু খেলতে পারবে তো?'' কিন্তু ট্রেলারে তাপসীকে ক্রিকেট খেলতে দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিশ্বাস, ছবিটাও খুবই ভাল হবে।
advertisement
advertisement
advertisement