তার কারণ তিনি বললেন, ''আমি শারীরিক ভাবে তো বিধ্বস্ত বটেই, মানসিক ভাবেও ক্লান্ত হয়ে পড়েছি। ভুলেই গিয়েছি যে আমি এক অভিনেত্রী। নিজেকে খেলোয়াড়ই মনে হয়।'' (হেসে উঠলেন নায়িকা) তবে রোজ ভোর থেকে খেলার প্র্যক্টিস। তার পর টানা ১২ ঘণ্টা ছবির শ্যুটিং। দিনের কোনও সময়েই বিশ্রাম পাচ্ছেন না তিনি। তাই এখন খেলা থেকে বিরতি চান তিনি।