বিগবস ১১ তে স্বপ্না চৌধুরী খুব কমই কথা বলেছেন, চুপচাপ থেকেছেন ৷ বিগবসের শএষ হওয়ার পরেই সবাত চর্চায় উঠে এসেছেন তিনি ৷ ভোজপুরী ও পঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ ৷ বর্তমানে তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে একটি ব্রাইডাল ফটো শুটকে নিয়েই ৷ আপনিও দেখে নিন কেমন লাগছে স্বপ্নী চৌধুরীকে ৷ ছবি সংগৃহীত ৷