Sushmita Sen-Lalit Modi : 'আমিও খুব অবাক', ললিতের সঙ্গে সম্পর্ক জেনে চমকে গিয়েছেন সুস্মিতার ভাই! কী বলছেন রাজীব
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sushmita Sen-Lalit Modi : এই সম্পর্কের ব্যাপারে না কি কিছুই জানেন না সুস্মিতার ভাই রাজীব। অন্যদের মতোই তিনিও খবরটি পেয়ে চমকে গিয়েছেন।
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সম্পর্কের কথা প্রকশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠেছে। বৃহস্পতিবার সুস্মিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ট্যুইট করেন ললিত। সঙ্গে জানান, প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তবে এই সম্পর্কের ব্যাপারে না কি কিছুই জানেন না সুস্মিতার ভাই রাজীব। অন্যদের মতোই তিনিও খবরটি পেয়ে চমকে গিয়েছেন।
advertisement
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাজীব জানিয়েছেন, আনন্দ পেয়েছেন খবরে। কিন্তু তাঁকেও এই খবর অবাক করেছে। তিনি বলছেন, "আমি রীতিমতো অবাক হয়েছি। তবে কিছু বলার আগে আমি দিদির সঙ্গে কথা বলব। একদম জানতাম না বিষয়টা। তবে দিদির তরফ থেকে এই খবরের নিশ্চয়তা আসা এখনও বাকি আছে। তাই আমি এখন মন্তব্য করতে পারব না।"
advertisement
advertisement
advertisement