১১ সম্পর্কের পরেও সিঙ্গল, লেগে গিয়েছে ‘গোল্ড ডিগার’ তকমা! ২ সন্তানের মা এই নায়িকার দাবি- 'আমার জীবনে...'
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bollywood Actress Affairs : রোহমান শলের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর আসতেই ভেঙে পড়েছিলেন ভক্তরা। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে, ফের প্রাক্তন রোহমানের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা।
বর্তমানে কেরিয়ারের শিখরে রয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। আর্যা এবং তালি-র মতো সিরিজ কিংবা ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন তিনি। অথচ মাত্র ২৪ বছর বয়সে তাঁকে শুনতে হয়েছে যে, তিনি তাঁর কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছেন না। আসলে সন্তানের শারীরিক অসুস্থতার জন্য অক্ষয় কুমারের সঙ্গে দুটি ছবির অফার ছাড়তে হয়েছিল তাঁকে।
advertisement
advertisement
রোহমান শলের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর আসতেই ভেঙে পড়েছিলেন ভক্তরা। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে, ফের প্রাক্তন রোহমানের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। তবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে সেই বিষয়টা সকলের সামনে স্পষ্ট ভাবে তুলে ধরলেন অভিনেত্রী। সুস্মিতা জানান যে, তিনি বিগত ২ বছর ধরে সিঙ্গল রয়েছেন। আর তাঁর অনেক ভাল বন্ধু রয়েছেন। তবে কারও সঙ্গেই সম্পর্কে জড়াননি তিনি।
advertisement
HT-র প্রতিবেদনে বলা হয়েছে যে, সুস্মিতার বক্তব্য, “আমার জীবনে কোনও পুরুষ নেই। বেশ কিছু সময় ধরেই আমি সিঙ্গেল। আর প্রায় বিগত ২ বছর ধরেই আমি সিঙ্গেল। আমি কোনও প্রেমের সম্পর্কে নেই। আমার জীবনে দারুণ সব মানুষ রয়েছেন, যাঁরা আমার বন্ধু। আর তাঁরা আমার কাছ থেকে একটা ফোন কলের আশায় থাকেন। তাঁদের আশা, আমি ফোন করে বলব যে, আমি গাড়ি বার করে আসছি। তোমরা আমার গাড়িতে উঠে পড়ো। আমরা গোয়া যাচ্ছি।”
advertisement
advertisement
advertisement
নেটিজেনরা সেই সময় সুস্মিতাকে প্রচুর ট্রোল করে তাঁকে ‘গোল্ড ডিগার’ বলে দাগিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গে সুস্মিতার সঙ্গে মজাও করেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন যে, “আপনি কি জানেন আপনার থেকেও বড় গোল্ড ডিগার এই ঘরে রয়েছেন?” জবাবে সুস্মিতা বলেন, “সত্যিই?” রিয়া তখন নিজেকেই ‘সবথেকে বড় গোল্ড ডিগার’-এর তকমা দেন।