Sushmita Sen : পুরুষরা শুধুই আমায় হতাশ করে! অবশেষে ললিত মোদিতেই সুখ খুঁজে পেলেন সুস্মিতা?

Last Updated:
Sushmita Sen : সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনত্রী সুস্মিতা সেন জানিয়েছিলেন, পুরুষরা কেবলই হতাশ করেছেন তাঁকে।
1/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনত্রী সুস্মিতা সেন জানিয়েছিলেন, পুরুষরা কেবলই হতাশ করেছেন তাঁকে। আর তাই বিয়ে করেননি। আর তার কিছু দিনের মধ্যেই সোশ্য়াল মিডিয়া তোলপাড় করা পোস্ট। ললিত মোদির বাহুডোরে প্রাক্তন বিশ্বসুন্দরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনত্রী সুস্মিতা সেন জানিয়েছিলেন, পুরুষরা কেবলই হতাশ করেছেন তাঁকে। আর তাই বিয়ে করেননি। আর তার কিছু দিনের মধ্যেই সোশ্য়াল মিডিয়া তোলপাড় করা পোস্ট। ললিত মোদির বাহুডোরে প্রাক্তন বিশ্বসুন্দরী।
advertisement
2/5
সুস্মিতা সেনের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন তাহলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সুস্মিতা সেনের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন তাহলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
advertisement
3/5
গত বছর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন,  "আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।"
গত বছর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, "আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।"
advertisement
4/5
আর সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, "সৌভাগ্যবশত বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমি বিয়ে করলাম না তার কারণ হল, এই পুরুষেরা আমায় শুধু হতাশ করেছে। এর সঙ্গে আমার সন্তানদের কোনও সম্পর্ক নেই। আমার দুই সন্তানই আমার জীবনে নতুন মানুষ দেখলে তাঁদের স্বাগত জানিয়েছে। কোনও আপত্তি করেনি। প্রত্যেককে ভালবাসা ও শ্রদ্ধা দিয়েছে ওরা। এটাই আমার দেখতে সবচেয়ে ভাল লাগে।"
আর সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, "সৌভাগ্যবশত বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমি বিয়ে করলাম না তার কারণ হল, এই পুরুষেরা আমায় শুধু হতাশ করেছে। এর সঙ্গে আমার সন্তানদের কোনও সম্পর্ক নেই। আমার দুই সন্তানই আমার জীবনে নতুন মানুষ দেখলে তাঁদের স্বাগত জানিয়েছে। কোনও আপত্তি করেনি। প্রত্যেককে ভালবাসা ও শ্রদ্ধা দিয়েছে ওরা। এটাই আমার দেখতে সবচেয়ে ভাল লাগে।"
advertisement
5/5
এছাড়া সুস্মিতা বলেছিলেন, তিন বার বিয়ে হতে হতেও হয়নি তাঁর। অভিনেত্রী বলছেন, "তিনবার প্রায় বিয়ে হতে হতেও হয়নি। তিন বার ঈশ্বর আমায় বাঁচিয়েছে। আমি বলে বোঝাতে পারব না, কেমন বিপর্যয় এসেছিল। ভগবান আমায় ও আমার সন্তানদের বাঁচিয়েছে। এসব অগোছালো সম্পর্ক থেকে আমায় ঈশ্বর বাঁচিয়েছে।"
এছাড়া সুস্মিতা বলেছিলেন, তিন বার বিয়ে হতে হতেও হয়নি তাঁর। অভিনেত্রী বলছেন, "তিনবার প্রায় বিয়ে হতে হতেও হয়নি। তিন বার ঈশ্বর আমায় বাঁচিয়েছে। আমি বলে বোঝাতে পারব না, কেমন বিপর্যয় এসেছিল। ভগবান আমায় ও আমার সন্তানদের বাঁচিয়েছে। এসব অগোছালো সম্পর্ক থেকে আমায় ঈশ্বর বাঁচিয়েছে।"
advertisement
advertisement
advertisement