Sushmita Sen : পুরুষরা শুধুই আমায় হতাশ করে! অবশেষে ললিত মোদিতেই সুখ খুঁজে পেলেন সুস্মিতা?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sushmita Sen : সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনত্রী সুস্মিতা সেন জানিয়েছিলেন, পুরুষরা কেবলই হতাশ করেছেন তাঁকে।
advertisement
সুস্মিতা সেনের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন তাহলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
advertisement
advertisement
আর সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, "সৌভাগ্যবশত বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমি বিয়ে করলাম না তার কারণ হল, এই পুরুষেরা আমায় শুধু হতাশ করেছে। এর সঙ্গে আমার সন্তানদের কোনও সম্পর্ক নেই। আমার দুই সন্তানই আমার জীবনে নতুন মানুষ দেখলে তাঁদের স্বাগত জানিয়েছে। কোনও আপত্তি করেনি। প্রত্যেককে ভালবাসা ও শ্রদ্ধা দিয়েছে ওরা। এটাই আমার দেখতে সবচেয়ে ভাল লাগে।"
advertisement