♦ গতকাল ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের ছোট্ট দু’টি পায়ের ছবি পোস্ট এই সুসংবাদটি জানিয়েছেন অভিনেত্রী ৷ সেই ছবির ক্যাপশনে সুরভিন লেখেন,‘‘এখন ছোট্ট ছোট্ট জুতোগুলো ছোট্ট পা দুটোকে অনুভব করতে তৈরি ৷ আমাদের পরিবারে আশীর্বাদসরূপ এসেছে নতুন সদস্য ৷ তোমায় স্বাগত আমাদের কন্যা ইভা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷