Sunny Leone: এরাই তাঁর জীবন, এদের জন্যই বাঁচা ...পরিবারের সঙ্গে আলাপ করালেন আবেগঘন সানি লিওনি

Last Updated:
কত লোকে কত কী-ই তো বলল, এখনও বলে! নিন্দুকেদের কথায় কান না দিয়ে দিব্য সুখে সংসার করছেন সানি লিওনি
1/9
স্বামী ড্যানিয়েল ওয়েবার, দুই ছেলে আশের আর নোয়া, মেয়ে নিশাকে নিয়ে সানি লিওনির ভরা সংসার
স্বামী ড্যানিয়েল ওয়েবার, দুই ছেলে আশের আর নোয়া, মেয়ে নিশাকে নিয়ে সানি লিওনির ভরা সংসার
advertisement
2/9
২১ মাস বয়সে মেয়ে নিশাকে দত্তক নেন সানি আর ড্যানিয়েল।
২১ মাস বয়সে মেয়ে নিশাকে দত্তক নেন সানি আর ড্যানিয়েল।
advertisement
3/9
মহারাষ্ট্রের একটি অনাথশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি-ড্যানিয়েল
মহারাষ্ট্রের একটি অনাথশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি-ড্যানিয়েল
advertisement
4/9
তিন সন্তান আর পরিবারের সঙ্গে সানির হ্যালোউইন উদযাপন। কাজের বাইরে পুরো সময়টাই তিনি দেন সন্তানদের। এদিনও ম্যাচিং পোশাকে সাজলেন পরিবারের সদস্যরা।
তিন সন্তান আর পরিবারের সঙ্গে সানির হ্যালোউইন উদযাপন। কাজের বাইরে পুরো সময়টাই তিনি দেন সন্তানদের। এদিনও ম্যাচিং পোশাকে সাজলেন পরিবারের সদস্যরা।
advertisement
5/9
ভরা সংসার, সুখের সংসার! সম্প্রতি মধ্য প্রাচ্যের ফ্লিমফেয়ারে দেখা গিয়েছে সানিকে। সেখানে তিনি বেছে নিয়েছিলেন কালো হাই স্লিট গাউন
ভরা সংসার, সুখের সংসার! সম্প্রতি মধ্য প্রাচ্যের ফ্লিমফেয়ারে দেখা গিয়েছে সানিকে। সেখানে তিনি বেছে নিয়েছিলেন কালো হাই স্লিট গাউন
advertisement
6/9
কত লোকে কত কী-ই তো বলল, এখনও বলে! নিন্দুকেদের কথায় কান না দিয়ে দিব্য ড্যানিয়েলের সঙ্গে সুখে সংসার করছেন সানি লিওনি
কত লোকে কত কী-ই তো বলল, এখনও বলে! নিন্দুকেদের কথায় কান না দিয়ে দিব্য ড্যানিয়েলের সঙ্গে সুখে সংসার করছেন সানি লিওনি
advertisement
7/9
বাচ্চাদের সঙ্গে সানিও বাচ্চা হয়ে উঠেছে
বাচ্চাদের সঙ্গে সানিও বাচ্চা হয়ে উঠেছে
advertisement
8/9
অবসরে ছবি আঁকতে পছন্দ করেন সানি। তাঁর অন্যান্য শখের মধ্যে রয়েছে ঘোড়ায় চড়া, বই পড়া, টিভি দেখা ও ভিডিও গেমস খেলা। ঘুরে বেড়ানোর জন্য তাঁর সবচেয়ে পছন্দের জায়গা হাওয়াই। ইতালিয়ান খাবার খেতে দারুণ পছন্দ করেন সানি।
অবসরে ছবি আঁকতে পছন্দ করেন সানি। তাঁর অন্যান্য শখের মধ্যে রয়েছে ঘোড়ায় চড়া, বই পড়া, টিভি দেখা ও ভিডিও গেমস খেলা। ঘুরে বেড়ানোর জন্য তাঁর সবচেয়ে পছন্দের জায়গা হাওয়াই। ইতালিয়ান খাবার খেতে দারুণ পছন্দ করেন সানি।
advertisement
9/9
২০০৪ সালে হলিউডের ‘দ্য গার্ল নেক্সট ডোর’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন সানি। ছয় বছর পর ‘দ্য ভার্জিনিটি হিট’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। সানি অভিনীত প্রথম চারটি বলিউডের ছবি ‘জিসম ২’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জ্যাকপট’ এবং ‘রাগিণী এমএমএস ২’। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ বাদে বাকি তিনটি ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন সানি। ‘জ্যাকপট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারের।
২০০৪ সালে হলিউডের ‘দ্য গার্ল নেক্সট ডোর’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন সানি। ছয় বছর পর ‘দ্য ভার্জিনিটি হিট’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। সানি অভিনীত প্রথম চারটি বলিউডের ছবি ‘জিসম ২’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জ্যাকপট’ এবং ‘রাগিণী এমএমএস ২’। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ বাদে বাকি তিনটি ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন সানি। ‘জ্যাকপট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারের।
advertisement
advertisement
advertisement