মলদ্বীপে সমুদ্র সৈকতে আগুন ধরালেন সানি লিওনি! ব্যকগ্রাউন্ডে নীল জলরাশি, বালির উপর বসে কমলা বিকিনিতে সুন্দরী… ছবি ভাইরাল নেটদুনিয়ায় ১৯৮১ সালে কানাডার অন্টারিওতে জন্ম সানি লিওনির। সুন্দরীর আসল নাম করণজিৎ কৌর বোরা স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওনি ৯ বছর আগে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন পুজা ভাটের ‘জিসম ২’ ছবির হাত ধরে। সানি লিওনি পরিচিতির শিখরে পৌঁছেছিলেন সলমন খানের ‘বিগ বস’-এর দৌলতে ‘জিসম টু’-র পর ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস ২’ ছবিতে অভিনয় করার পর পর্ন-তারকার ভূমিকা থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে ওঠেন সানি লিওনি। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে একটি গানে নাচ করতেও দেখা যায় সানিকে।