সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
2/ 6
পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন
3/ 6
এখন তিনি বলিউডে নামী তারকা। কখনও অভিনয়ে, কখনও বা নৃত্যে। কখনও আবার রিয়ালিটি শো সঞ্চালনা করে।
4/ 6
২০১৭ সালে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি-ড্যানিয়েল। অ্যাশর ও নোয়া। তিন সন্তানের সঙ্গে প্রচুর সময় কাটান তারকা দম্পতি। তার প্রমাণ মেলে তাঁদের সোশ্যাল মিডিয়ার পেজে।
5/ 6
সানি তিন সন্তানকে বড় করায় মগ্ন। তিনি মনে করেন, এই ভাবে সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে তাদের বড় হতে দেখার মতো আনন্দের কিছু হয় না।
6/ 6
১৮ বছর বয়সে সানি বুঝতে পারেন তিনি উভকামী অর্থাৎ নারী ও পুরুষ, দুইয়ের প্রতিই তিনি আকৃষ্ট
Sunny Leone: জিসম ২ দিয়ে বলিউডে প্রবেশ! ১৮ বছরে বুঝেছিলেন তিনি উভকামী... সানি লিওনের অজানা সত্যি
২০১৭ সালে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি-ড্যানিয়েল। অ্যাশর ও নোয়া। তিন সন্তানের সঙ্গে প্রচুর সময় কাটান তারকা দম্পতি। তার প্রমাণ মেলে তাঁদের সোশ্যাল মিডিয়ার পেজে।