Govinda Affair: গোবিন্দার হাত থেকে বেঁচেছেন একমাত্র সোনালী! স্বামী গোবিন্দার গোপন 'প্রেম রোগ' নিয়ে এবার হইচই ফেলে দিলেন সুনীতা, নায়িকাদের নাম ফাঁস
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
নায়ক নিজে তাঁর কমেডি টাইমিংয়ের জন্য প্রসিদ্ধ, তবে সুনীতাও যে স্বামীর চেয়ে কোনও অংশে কম যান না, তা হাতেনাতে প্রমাণ পাওয়া গেল।
রিয়েলিটি শো-তে আজকাল ছোট পর্দা ভর্তি তারকারা! হয় সম্পর্কের টানাপোড়েন অথবা ফ্যান্টাসি আর ভক্তিমূলক কাহিনী নিয়ে ধারাবাহিক, নয় তো নাচ আর গান, প্রতিভা দর্শনের যা যা সুযোগ থাকতে পারে, তা নিয়ে রিয়েলিটি শোয়ের হাট বসে যায়। সেই বাজারেই অন্যরকম উপস্থাপনা আর বিষয়ের বৈচিত্র্যের কারণে নিজের জায়গা করে নিয়েছে অল্প দিনেই পতি পত্নী অউর পাঙ্গা- জোড়িওঁ কা রিয়েলিটি চেক।
advertisement
দাম্পত্যের খুঁটিনাটি যে শোয়ের কাঠগড়ায় এসে দাঁড়ায়, সেখানে দীর্ঘ বছর ধরে বিবাহিত জুটিরা তো হইচই ফেলে দেবেনই! ঠিক তেমনটাই হল যখন মঞ্চে এলেন স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে গোবিন্দা। নায়ক নিজে তাঁর কমেডি টাইমিংয়ের জন্য প্রসিদ্ধ, তবে সুনীতাও যে স্বামীর চেয়ে কোনও অংশে কম যান না, তা হাতেনাতে প্রমাণ পাওয়া গেল।
advertisement
বলে রাখা উচিত হবে যে পতি পত্নী অউর পাঙ্গা- জোড়িওঁ কা রিয়েলিটি চেক সঞ্চালনা করেন সোনালি বেন্দ্রে আর মুনাওয়ার ফারুকি। এই দুজনকেই একহাত নিয়েছেন সুনীতা। মুনাওয়ার সুনীতাকে ডান্স ফ্লোরে টেনে আনার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল যে নায়ক ডান্স স্টেপের জন্য ভারতীয় ছবির দুনিয়ায় কিংবদন্তি, তাঁর স্ত্রীকে একটু বাজিয়ে দেখা! সুনীতা বিস্ফোরণ ঘটালেন তাঁর রসবোধ দিয়ে। আরে, আমি কি আপনার বিবি নম্বর ১ যে আমার সঙ্গে নাচতে চাইছেন, ফারুকির মুখের উপরে স্বামীর ছবির নাম উদ্ধৃত করে জুতসই জবাব সুনীতার!
advertisement
এর পরে একটু তাঁদের দাম্পত্যের কথাও বলতেই হয়। সব দম্পতিই একে অপরের নামে অভিযোগ করে থাকেন, সব স্বামী/স্ত্রীই ভাবেন যে কেবল তিনি বলেই অন্যপক্ষের সঙ্গে ঘর করতে পারছেন! সুনীতা আর গোবিন্দা বিয়ে করেছেন ১৯৮৭ সালে, এত বছর পেরিয়ে এসে তাঁদের দাম্পত্যেও অভিযোগ আর অনুযোগের জায়গা আছে বইকি! সুনীতা সেই নিয়েও অকপট, গোবিন্দাকে তিনি তাঁর দায়িত্ববোধের জন্য ৭ আর আনুগত্যের দিক থেকে স্রেফ ৬ নম্বর দিয়েছেন!
advertisement
আনুগত্যে এই যে কম নম্বর দেওয়া, সেটাও সুনীতার ইয়ার্কি! বিখ্যাত স্বামীর সঙ্গে নাম জড়িয়েছে অনেক নায়িকারই, সুনীতা হালকা করে সেই নিয়েই কৌতূক প্রকাশ করেছেন। বলেছেন যে, কেবল সোনালি বেন্দ্রে রক্ষা পেয়েছেন, বাকি সব নায়িকার সঙ্গেই তাঁর স্বামীর নাম জড়িয়েছে! কথাটা শুনে সোনালি লজ্জায় লাল হয়ে যান। তবে, তাঁকে নাস্তানাবুদ করাটা তো আর সুনীতার উদ্দেশ্য নয়, এই শো-তে এসে তিনি কত ভাল সময় কাটিয়েছেন, সেটাও স্বীকার করেছেন একই রকম অকপট ভাবে।