Suhana Khan Viral|| 'বিশেষ বন্ধু'কে পাশে নিয়ে বেরোলেন 'মন্নত' থেকে! প্রেম করছেন সুহানা খান! তুমুল ভাইরাল ছবি...

Last Updated:
Suhana Khan spotted with her mystery friend: মঙ্গলবার সন্ধ্যায় শাহরুখ কন্যা সুহানাকে দেখা গিয়েছে 'বিশেষ' বন্ধুর সঙ্গে 'মান্নাত'-এর বাইরে। বাড়ি থেকে একই গাড়িতে বেরোচ্ছিলেন দু'জনে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। কে সুহানার সেই 'বিশেষ বন্ধু'? তবে কি প্রেম করছেন সুহানা খান?
1/9
*সুহানা খান। শাহরুখ খানের একমাত্র মেয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে কোনও তারকার চেয়ে কম যান না এই স্টারকিড। ফলে তিনি কোথায় যান বা কী করেন, তা নিয়ে কৌতুহলের শেষ নেই। পাপারাৎজিরাও সুহানাকে লেন্সবন্দি করার জন্য মুখিয়ে থাকেন। তাই সুহানা খান যদি প্রেম করেন বা কোনও বিশেষ বন্ধুর সঙ্গে প্রথমবার প্রকাশ্যে আসেন, তাহলে তা নিয়ে যে ব্যাপক চর্চা হবে, তা আর বলার অপেক্ষা থাকে না। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*সুহানা খান। শাহরুখ খানের একমাত্র মেয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে কোনও তারকার চেয়ে কম যান না এই স্টারকিড। ফলে তিনি কোথায় যান বা কী করেন, তা নিয়ে কৌতুহলের শেষ নেই। পাপারাৎজিরাও সুহানাকে লেন্সবন্দি করার জন্য মুখিয়ে থাকেন। তাই সুহানা খান যদি প্রেম করেন বা কোনও বিশেষ বন্ধুর সঙ্গে প্রথমবার প্রকাশ্যে আসেন, তাহলে তা নিয়ে যে ব্যাপক চর্চা হবে, তা আর বলার অপেক্ষা থাকে না। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
2/9
*স্টারকিডের তকমা ঝেড়ে সুহানা এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দেন বছর ২১-র যুবতী সুহানা। হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছবি পোস্ট করে নেটদুনিয়ার ঘুম কেড়ে নেন মন্নত রাজকুমারী। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর ছবি। শোনা যাচ্ছে গোপনে নাকি প্রেম করছেন সুহানা খান। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে এক যুবকের সঙ্গেও। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*স্টারকিডের তকমা ঝেড়ে সুহানা এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দেন বছর ২১-র যুবতী সুহানা। হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছবি পোস্ট করে নেটদুনিয়ার ঘুম কেড়ে নেন মন্নত রাজকুমারী। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর ছবি। শোনা যাচ্ছে গোপনে নাকি প্রেম করছেন সুহানা খান। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে এক যুবকের সঙ্গেও। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
3/9
*মঙ্গলবার সন্ধ্যায় শাহরুখ কন্যা সুহানাকে দেখা গিয়েছে 'বিশেষ' বন্ধুর সঙ্গে 'মান্নাত'-এর বাইরে। বাড়ি থেকে একই গাড়িতে বেরোচ্ছিলেন দু'জনে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। কে সুহানার সেই 'বিশেষ বন্ধু'? তবে কি প্রেম করছেন সুহানা খান? আর সে কথা জানেন শাহরুখ এবং গৌরী খান দু'জনেই? (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*মঙ্গলবার সন্ধ্যায় শাহরুখ কন্যা সুহানাকে দেখা গিয়েছে 'বিশেষ' বন্ধুর সঙ্গে 'মান্নাত'-এর বাইরে। বাড়ি থেকে একই গাড়িতে বেরোচ্ছিলেন দু'জনে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। কে সুহানার সেই 'বিশেষ বন্ধু'? তবে কি প্রেম করছেন সুহানা খান? আর সে কথা জানেন শাহরুখ এবং গৌরী খান দু'জনেই? (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
4/9
*তবে এ দিন দু'জনের কারও মুখ দেখা যায়নি ছবিতে। পাপারাৎজিদের দেখে দু'জনেই মুখ লুকিয়ে ফেলেন। সুহানার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*তবে এ দিন দু'জনের কারও মুখ দেখা যায়নি ছবিতে। পাপারাৎজিদের দেখে দু'জনেই মুখ লুকিয়ে ফেলেন। সুহানার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
5/9
*শাহরুখ খানের মেয়ে সুহানা খান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা কোনও তারকার চেয়ে কম নয়। সুহানার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। তাঁরা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন। তাঁর আউটিংয়ের ছবি এবং ভিডিও দেখা মাত্রই ভাইরাল হয়ে যায়। সেই সুহানা যদি প্রেমিক বা বিশেষ বন্ধুর সঙ্গে ক্যামেরাবন্দি হন, তাহলে তা যে ভাইরাল হতে সময় নেবে না, তা বলাই বাহুল্য। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*শাহরুখ খানের মেয়ে সুহানা খান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা কোনও তারকার চেয়ে কম নয়। সুহানার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। তাঁরা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন। তাঁর আউটিংয়ের ছবি এবং ভিডিও দেখা মাত্রই ভাইরাল হয়ে যায়। সেই সুহানা যদি প্রেমিক বা বিশেষ বন্ধুর সঙ্গে ক্যামেরাবন্দি হন, তাহলে তা যে ভাইরাল হতে সময় নেবে না, তা বলাই বাহুল্য। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
6/9
*মঙ্গলবার সন্ধ্যায় সুহানা এবং তাঁর বন্ধুকে 'মান্নাত'-এর বাইরে দেখা গিয়েছে। গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন সুহানা। তাঁর সঙ্গে গাড়িতে হাজির ছিলেন এক যুবকও। কিন্তু কে তিনি? তিনিই কি তাহলে খান পরিবারের হবু জামাই? তবে কি প্রেম করছেন সুহানা খান? সুহানার বন্ধু কি তবে বিনোদন জগতের কেউ নাকি অন্য পেশার? সব নিয়েই শুরু হয়েছে চর্চা। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*মঙ্গলবার সন্ধ্যায় সুহানা এবং তাঁর বন্ধুকে 'মান্নাত'-এর বাইরে দেখা গিয়েছে। গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন সুহানা। তাঁর সঙ্গে গাড়িতে হাজির ছিলেন এক যুবকও। কিন্তু কে তিনি? তিনিই কি তাহলে খান পরিবারের হবু জামাই? তবে কি প্রেম করছেন সুহানা খান? সুহানার বন্ধু কি তবে বিনোদন জগতের কেউ নাকি অন্য পেশার? সব নিয়েই শুরু হয়েছে চর্চা। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
7/9
*সুহানা খান এ দিন যখন গাড়িতে ছিলেন তখন পাপারাৎজিরা তাঁকে লেন্সবন্দি করেন। ক্যামেরা দেখেই মুখ লুকিয়ে ফেলেন দু'জনে। আর তাতেই দানা বেঁধেছে রসহ্য! কে এই রহস্যময় যুবক জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুহানার গুণমুগ্ধরা। যে সুহানা খান ক্যামেরার সামনে সহজেই পোজ দেন, তিনি কেন মুখ লুকিয়ে ফেললেন, তা নিয়েই চলছে চর্চা। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*সুহানা খান এ দিন যখন গাড়িতে ছিলেন তখন পাপারাৎজিরা তাঁকে লেন্সবন্দি করেন। ক্যামেরা দেখেই মুখ লুকিয়ে ফেলেন দু'জনে। আর তাতেই দানা বেঁধেছে রসহ্য! কে এই রহস্যময় যুবক জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুহানার গুণমুগ্ধরা। যে সুহানা খান ক্যামেরার সামনে সহজেই পোজ দেন, তিনি কেন মুখ লুকিয়ে ফেললেন, তা নিয়েই চলছে চর্চা। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
8/9
*এ দিন সুহানা খানের পরনে ছিল চেক শার্ট। তাঁর বন্ধু পরেছিলেন ফুলহাতা সোয়েটশার্ট। সুহানা খানের এই 'রহস্যময় বন্ধু' কে? কেউ কি এই সম্পর্কের কথা জানেন? চলছে চর্চা। অনেকের মতে, ২০২২ সালেই নিউ ইয়র্ক থেকে মুম্বইতে ফিরেছেন সুহানা খান (Suhana Khan)। এই বন্ধুও সম্ভবত সেখানেই তাঁর সঙ্গে পড়াশুনা করছিলেন। সেখান থেকেই বন্ধুত্ব। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*এ দিন সুহানা খানের পরনে ছিল চেক শার্ট। তাঁর বন্ধু পরেছিলেন ফুলহাতা সোয়েটশার্ট। সুহানা খানের এই 'রহস্যময় বন্ধু' কে? কেউ কি এই সম্পর্কের কথা জানেন? চলছে চর্চা। অনেকের মতে, ২০২২ সালেই নিউ ইয়র্ক থেকে মুম্বইতে ফিরেছেন সুহানা খান (Suhana Khan)। এই বন্ধুও সম্ভবত সেখানেই তাঁর সঙ্গে পড়াশুনা করছিলেন। সেখান থেকেই বন্ধুত্ব। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
9/9
*উল্লেখ্য, জোয়া আখতারের জনপ্রিয় কমিক 'আর্চি'-এর হিন্দি সংস্করণ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। ছবির চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। ফলে খুব তাড়াতাড়ি যে তিনি আরও বেশি করে চর্চায় আসবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে সুহানার এই বিশেষ বন্ধু কে, তা নিয়ে যে এখন চর্চা চলবেই, তা বলা বাহুল্য। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
*উল্লেখ্য, জোয়া আখতারের জনপ্রিয় কমিক 'আর্চি'-এর হিন্দি সংস্করণ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। ছবির চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। ফলে খুব তাড়াতাড়ি যে তিনি আরও বেশি করে চর্চায় আসবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে সুহানার এই বিশেষ বন্ধু কে, তা নিয়ে যে এখন চর্চা চলবেই, তা বলা বাহুল্য। (Photo Credits: Instagram @suhanakhan2/viralbhayani)
advertisement
advertisement
advertisement